মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ। আর সেই আনন্দই যেন খুঁজে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একঝাঁক মানবিক তরুণ।
তারা সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে এগিয়ে নিতে ২০১৮ সালে নিজেদের প্রচেষ্টায় গড়ে তুলেছেন একটি মানবিক সংগঠন “মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিট্যাবল ট্রাস্ট।”
নবীনগরের বিভিন্ন এলাকায় সেবামূলক কার্যক্রম পরিচালিত করে আসছে এ ট্রাস্ট। মহামারি করোনা ভাইরাস ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে যথাসাধ্য খাদ্য সামগ্রী, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিয়েছে এ ট্রাস্ট।
সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য নগদ অর্থ প্রদান, ঈদ সামগ্রি বিতরণ, পবিত্র রমজানে এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ, গরীব পরিবারে টিউবওয়েল বিতরণ, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ, অসুস্থ গরীব রোগিদের চিকিৎসার্থে নগদ অর্থ প্রদান, ব্লাড ডোনার সংগঠনকে রক্ত সংরক্ষণের জন্য ফ্রিজ বিতরণ করেছে।
তরুণদের মাদক থেকে সুরক্ষায় খেলাধুলায় উৎসাহিত করতে খেলা সরঞ্জামাদি বিতরণ, খেলাধুলার আয়োজন করেছে। এ ধরণের মানবিক ও সামাজিক কর্মকান্ডে সকলের মুখে মুখে এখন এ ট্রাস্টের নাম।
ধর্মীয় শিক্ষাকে অনুপ্রাণিত করতে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে প্রকৃত মেধাবীদের অন্বেষণে উপজেলা পর্যায়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ব্যবস্থা করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এ সংগঠনের কর্মীবাহিনী। সম্প্রতি মাদরাসা শিক্ষাকে উৎসাহিত করতে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া শিশুদের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
ট্রাস্টের প্রধান সমন্বয়ক রিফাতুল হক বলেন, সকলের প্রচেষ্টায় সমাজের হতদরিদ্র, অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই এ ট্রাস্টের একমাত্র লক্ষ্য।