র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মাধ্যমে রাউজান পৌরসভায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।রোববার (৫ জুন) সকাল ১০টায়
বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
এতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র জরিম উদ্দিন পারভেজ। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জানে আলম, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল,শিক্ষক ইলিয়াছ, যুবলীগ নেতা আলমগীর আলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আবু ছালেক,সাবের হোসেন,সবুজ দে বানু,ছাত্রলীগ নেতা নাছির উদ্দিনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা,পরিবেশবাদী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।