1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ষা আসে বলেই বাংলার মাটি এত খাঁটি, এত উর্বর, এত সবুজ' - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

বর্ষা আসে বলেই বাংলার মাটি এত খাঁটি, এত উর্বর, এত সবুজ’

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২১৭ বার

বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী বলেছেন, ‘আকাশে বিদ্যুৎ নিশান উড়িয়ে, ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশে বর্ষার আগমন। বর্ষা আসে বলেই বাংলার মাটি এত খাঁটি, এত উর্বর, এত সবুজ।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বর্ষার আগমন আশীর্বাদ স্বরূপ। তবে বর্ষার বন্যা যখন ভয়ঙ্কর আকার ধারণ করে তখন লোকের দুঃখের অন্ত থাকে না। এরপরও বলবো বাংলার বর্ষা সবার প্রিয়।’ তিনি উপস্থিত সবাইকে বর্ষাদিনের কদমফুলের শুভেচ্ছা জানান। তিনি গত ১৬ জুলাই ২০২২ বিকেল ৪টায় নজরুল একাডেমিতে বর্ষা বিষয়ক সাহিত্য সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মো আবদুল মালিক। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব গল্পকার শহিদুল ইসলাম লিটন’র সঞ্চালনায় বর্ষার লেখা পাঠে অংশ গ্রহণ করেন প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু, কবি ইসমত আরা খান মুক্তা, কবি জয়নাল আবেদীন বেগ, কবি রোকসানা বেগম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন মো. তন্ময় আব্দুল্লাহ সৃজন। অনুষ্ঠানের শুরুতে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘বর্ষার বাংলা’র প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য কবি রোকসানা বেগমের মাতার দ্রুত সুস্থতা কামনা করা হয়। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং লেখা পাঠের আসর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net