1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঙ্গি-তরমুজের ব্যাকটেরিয়া শনাক্তে ‘মলিকিউলার মারকার’ আবিষ্কার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাঁশখালীতে সড়ক সংস্কার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ মুজিবুর রহমান মাগুরায় ডেন্টাল সোসাইটি’র নির্বাচনে সভাপতি ডাঃ সুশান্ত ও সাঃ সম্পাদক ডাঃ ইমন পুনঃ নির্বাচিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা চৌদ্দগ্রামে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত প্রবীন আ’লীগ নেতা মোজাফফর আহমেদ নবীনগরে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত Mostbet Partners Mostbet Sports Betting & & Online Casino Associate Program Reviews বাঁশখালীতে মধ্যরাতে অগ্নিকান্ডে পুড়েছে চার দোকান ফাঁসিয়াখালী-মেদাকচ্ছপিয়া পিপলস ফোরাম (পিএফ) সাধারণ কমিটির সভা সম্পন্ন

বাঙ্গি-তরমুজের ব্যাকটেরিয়া শনাক্তে ‘মলিকিউলার মারকার’ আবিষ্কার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ২৯০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা: বাঙ্গি ও তরমুজ সাশ্রয়ী এবং সহজলভ্য ফল। এই ফল দুটি আধুনিক পদ্ধতি অবলম্বন করে সারাবছরই ফলানো সম্ভব। কিন্তু এ জাতীয় ফসলে লাভবান হওয়ার প্রধান বাধা ব্যকটেরিয়াজনিত পচনরোগ। এই রোগের কারণে বেশ কয়েকবছর ধরেই বাঙ্গি-তরমুজের ফলন কমছে। যদিও কৃষকরা প্রতিবছর অল্প পরিসরে হলেও ফসল দুটির আবাদ করছে; কিন্তু ফলের গুণগত মান ভালো হচ্ছে না। এতে লাভের মুখ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

বাঙ্গি ও তরমুজের ব্যাকটেরিয়াজনিত পচনরোগ শনাক্ত এবং এ থেকে মুক্তি পেতে নিবিড় গবেষণা করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। তার গবেষণার বিষয় ছিল ‘ইনহেরিটেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অব মলিকিউলার মারকারস লিঙ্কড টু ব্যাকটেরিয়াল ফ্রুট ব্লচ রেজিস্ট্যান্স ইন মেলন।’

সম্প্রতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ড. মো. রফিকুল ইসলাম জানান, এসিডোভোরাক্স সাট্রুলি (Acidovorax citrulli) ব্যাকটেরিয়ার মাধ্যমে বাঙ্গির পচনরোগ হয়। আক্রান্ত ফসলের ক্ষতি থেকে আগাম রক্ষা পাওয়ার জন্য এই ব্যাকটেরিয়া শনাক্তকরণে তিন সেট মলিকিউলার মারকার ডেভেলপ করা হয়েছে

তিনি জানান, এরই মধ্যে এই ব্যাকটেরিয়ার দুটি স্ট্রেইনকে ক্লোনিং এবং সিকুয়েন্সিংয়ের মাধ্যমে ইউনিভার্সাল ডাটাবেস এনসিবিআই-এ সাবমিট করা হয়েছে। বাঙ্গির ৩৫টি এবং তরমুজের ৭৭টি ইনব্রিড লাইন/কালটিভারকে এই ব্যাকটেরিয়ার মাধ্যমে কৃত্রিম উপায়ে ইনুকিউলেশন করা হয়েছে। এতে বাঙ্গির পচনরোগ সহনশীল ৬টি এবং তরমুজের ৪টি ইনব্রিড লাইন/কালটিভার শনাক্ত করা গেছে।

রফিকুল ইসলাম বলেন, ‘বাঙ্গির পচনরোগ প্রতিরোধে এক সেট মলিকিউলার মারকার ডেভেলপ করা হয়েছে। এটি দিয়ে আমরা চাষের আগেই বাঙ্গির পচনরোগ সহনশীল জাত বাছাই করতে পারব। ব্যকটেরিয়া শনাক্তকরণের এই আধুনিক (পিসিআর) পদ্ধতিটি আমরাই প্রথম উদ্ভাবন করেছি। আধুনিক এই পদ্ধতি অবলম্বন করে সারাবছরই উন্নতমানের বাঙ্গি ও তরমুজ ফলানো সম্ভব।’

তিনি আরও বলেন, ‘ফল দুটিতে প্রচুর পরিমাণ ভিটামিনস, মিনারেলস এবং স্বাস্থ্য সমৃদ্ধিকরণ এন্টিঅক্সিডেন্ট রয়েছে। যা অপুষ্টি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি, এই গবেষণাটি প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কৃষিতে উন্নতির মাপকাঠি হিসেবে দেশের ভাবমূর্তি বাড়াতে সাহায্য করবে।’

অপুষ্টিজনিত সমস্যা মোকাবিলায় খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে সুষম খাদ্যের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

ড. রফিকুল ইসলাম দক্ষিণ কোরিয়ার সুনচন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি’র বিষয়বস্তু হিসেবে প্রায় তিন বছর এটি নিয়ে গবেষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম