সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কৃতি সন্তান, বান্দরবান ও সাবেক চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা, শাহ ছৈয়দ মক্কী (রহঃ) ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি ও কালিয়াইশ মলিয়াকুল শাহ হাকিমিয়া (রহঃ) হেফজখানার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের সাহেব গতকাল সকাল ১২ ঘটিকায় নগরীর কসমোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জনাব জাফর সাদেক, নায়েবে আমীর জনাব মুহাম্মদ ইসহাক ও সেক্রেটারী ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান।
নেতৃবৃন্দ শোক লিপিতে বলেন, মরহুমের মৃত্যুতে একজন শিক্ষাবিদ ও সমাজসেবককে হারালেন। আমরা তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং পরিবারের সকলকে সবরে জামিল দান করেন।