নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৪নং মৌকরা ইউনিয়ন হাসান পুর গ্রামের মরহুম শাহজালাল বেপারীর পরিবার বারবার চুরি ও ডাকাতি হামলার শিকার হচ্ছে। যে পরিবারে ছয় জন পুরুষের মধ্যে পাঁচ জনই প্রবাসে থাকে। বর্তমানে বাড়িতে অবস্থান করতেছেন পরিবারের সদস্য মোঃ সোহাগ এই প্রতিবেদককে জানান আমরা ১৯৯০ সাল থেকেই প্রবাস জীবন অতিবাহিত করছি। আমরা পাঁচ ভাই সবাই প্রবাসী। আমার ভাতিজারা ও বর্তমানে প্রবাসে আছে। এই কারণে হয়তোবা আমরা অদৃশ্য শত্রুর কবলে পড়ি।
আমাদের নতুন বাড়ি রাস্তার পাশে হওয়ার কারণে শত্রুদল সহজেই চুরি ডাকাতি করে ছলে যেতে সক্ষম হয়। গত ২০০৯ সালে আমাদের পরিবারে ডাকাতি হয়। ডাকাত দল ঘরের সবাইকে বেঁধে ঘরের সব লুট করে নিয়ে যায়। এবং ধারাবাহিক ভাবে গরু, ছাগল, মোবাইল চুরির ঘটনা ঘটছে। গত দু’বছর আগে ও এক সাথে দুটি গরু চুরি হয়। এর পরের বছর চারটি ছাগল পর্যায়ক্রমে চুরি হয়।গত রবিবার রাতে আবারো দুটি গরু (১টি গাভী, ১টি বাছুর) চোরে নিয়ে যায়। এ ছাড়া হাঁস, মুরগী পুকুরের মাছ বাগানের সবজি অন্ধকারে চুরি করে নিয়ে যায়। ফল গাছ রোপন করলে উপড়ে ফেলে দেয় কিংবা ভেঙে ফেলে। সব মিলিয়ে হতাশা ও আতংক গ্রস্হ ভুক্তভোগীরা। মনে হয় দেখার কেউ নেই। তাই গ্রামবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করছে পরিবারটি।