কাজী কামাল হোসেন,নওগাঁ
নওগাঁর মান্দায় করোনা মহামারিতে বিএনপি’র কেন্দ্রীয় তহবিল হতে ত্রাণ বিতরণ সংক্রান্ত আলোচনা ও পরামর্শ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি’র কার্যালয়ে মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে মোবাইল ফোনে বক্তৃতা করেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সাবেক মন্ত্রী এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সামসুল আলম প্রামাণিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জ্বল হোসেন টুকু, মোজাম্মেল হক মুকুল, নওগাঁ জেলা বিএনপি’র সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, মনোজিৎ সরকার, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মকলেসুর রহমান মকে প্রমুখ।
সভায় ১৪ টি ইউনিয়নে করোনাকালিন ও বন্যা পরবর্তী ত্রাণ বিতরণ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।