এম.এইচ সোহেল:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হওয়ায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিমউদ্দীন।
শনিবার রাতে গণমাধ্যম পাঠানো এক বার্তায় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাজিমউদ্দীন বলেন, সরকারের এ মনোনয়ন এ জনপদে স্ব্যাস্থ্যসেবা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলেই সাধারণ মানুষ আশান্বিত। তিনি মহান আল্লাহর দরবারে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।