কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন এলাকার বেশ কিছু যুবক একত্রিত হয়ে সামাজিক সেবামূলক সংগঠনের প্রতিষ্ঠা করেছেন। এর নাম দিয়েছেন তারা ‘অভিযাত্রা’।
আজ শুক্রবার (৪ সেপটেম্বর) এই সামাজিক সংগঠনটির পথচলা শুরু হলো এক শুভ কাজের মাধ্যমে।
রাশেদ, হাবিব, জাহেদ,কবির আহমেদ সবুজ, আলাউদ্দিন, আরাফাত, সায়েম, নিশাত, শিবলু, জমির, সাদেক, মোরশেদ, হৃদয়, রাফি, রাসেল সহ সংগঠনের সকল সদস্যরা একত্রিত হয়ে আব্দুল কাদের উকিল বাড়ির কবরস্থানের ঝোপ-ঝাড় পরিষ্কার করণ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে তাদের এই পথচলা শুরু হয়।
শুদ্ধ সম্প্রীতি উদ্যম’ এই স্লোগানে এগিয়ে থাকার প্রত্যয়ে হাতে হাত রেখেছেন তারা’ এমনটিই জানালেন সংশ্লিষ্ট যুবকরা।