শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
১০ লাখ পবিত্র কুরঅান শরীফ বিতরনের উদ্যোগ নিয়েছে ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক দাতা সংস্থা বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন।
১০শে সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) আল ইসলামিয়া মাদরাসায় কোরআন শরীফ বিতরনের উদ্বোধন করেন উক্ত সংস্থার চেয়ারম্যান ও ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।
এসময় উপস্থিত ছিলেন উক্ত সংস্থার ভাইস-চেয়ারম্যান ও ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (রা.) আল ইসলামিয়া মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, শিক্ষা পরিচালক মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, ভূজপুর ইসলামী সেন্টার মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা হাবিবুল্লাহ দিদু, হযরত ওমর ইবনে খাত্তাব (রা.) মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ, মাওলানা হাফেজ সেলিম মাহমুদ, মাওলানা হারুন, মাওলানা মনসুর, মাওলানা রায়হান আহমদ, মাওলানা মুফতি মামুন, মাওলানা ক্বারী নাসির উদ্দিন, মাও. জিয়াউল হাসান, মাও. কারী হামিদুল্লাহ প্রমুখ।
উক্ত সংস্থার চেয়ারম্যান আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী জানান, দুই মাসের মধ্যে ১০ লক্ষ কোরআন শরীফ বিতরনের পরিকল্পনা রয়েছে। প্রথম দিনে দুই হাজার কোরআন শরীফ বিতরন হয়েছে। নেদারল্যান্ড, সুইডেন ও সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে মহা গ্রন্থ পবিত্র কোরআন শরীফকে অবমাননার প্রতিবাদে তিনি এই উদ্যোগ নিয়েছেন।