1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাট থানা পুলিশের ছদ্মবেশী অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার এক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

চুনারুঘাট থানা পুলিশের ছদ্মবেশী অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার এক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫০ বার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।ছদ্মবেশ ধারণ করে চুনারুঘাট থানা পুলিশের অভিযানে তেলিয়াপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরুল আমিন ওরফে নুরু (৪১) কে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গেফতার করেছে।
শুক্রবার (২৫ সেপ্টম্বর) শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্তর নামক স্থান থেকে মাদকসহ ব্যবসায়ীকে আটক করা হয়।
এ অভিযানে অংশগ্রহণ করা পুলিশ সদস্যরা জানান, ২৫ সেপ্টম্বর গোপন সংবাদের ভিত্তিতে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দামের সার্বিক তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বর নামাক স্থানে চুনারুঘাট থানার এস আই শেখ আলী আজহার চঞ্চলের নেতৃত্বে একদল পুলিশ অভিয়ান চালায়।

পুলিশ মাদক ব্যবসায়ীকে আটক করতে দ্রুততম সময়ের মধ্যেই ছদ্মবেশে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ভোর রাত থেকেই মাদকসহ ব্যবসায়ীকে ধরার জন্য সেখানে উৎপেতে থাকেন। যেন পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী ট্যাবলেট গুলো ফেলে না দেয়। অথবা তার সোর্সের মাধ্যমে পুলিশের আগমনের বার্তা জানতে না পারে।
সকাল সাড়ে নয়টায় নুরুল আমিন গোল চত্বরে কারো জন্য অপেক্ষা কালীন সময়ে তারা কৌশল অবলম্ভন করে তারা তার কাছে পৌঁছান এবং তার প্যান্টের পকেট থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করেন। নুরুল আমিন দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য হবে ৬ লক্ষ টাকা।
নুরুল আমিন মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত দুধু মিয়ার পুত্র।
চুনারুঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত নুরুল আমিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net