কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর একমাত্র ছেলে হাফেজ মুহাম্মদ সালমান বাবুনগরীর ওয়ালিমা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল।
ফটিকছড়ি উপজেলার বাবুনগরে নিজ বাড়ি সংলগ্ন বাবুনগর মাদারাসা ক্যাম্পাসে ১১ সেপ্টেম্বর (জুমাবার) ওয়ালিমা অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ছাড়াও দেশের শীর্ষ ওলামায়েকেরাম অংশ নিয়েছেন। ছিলেন- রাজনীতিক, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক গবেষক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ছিলেন- উম্মাহ টোয়েন্টিফোর ডটকমক সম্পাদক মুনির আহমদ, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, হাটহাজারী সমাচার সম্পাদক কে এম ইউসুফ। উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহিন।
অতিথি বৃন্দের মধ্যে ঢাকা থেকে যেসকল ওলামা মাশায়েখ এসেছেন-আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়াতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, আল্লামা জুনাইদ আল-হাবীব, আল্লামা মামুনুল হক বিন শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জী,শায়খ হাসান জামীল, মুফতী আজহারুল ইসলাম, মুফতি ফজলুল করীম কাসেমী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতী মাহমুদুল হাসান গুনবী কুমিল্লা, মুফতী রাফী বিন মুনির, মাওলানা ওমর ফারুক ফরীদী নোয়াখালী,মুফতী মুনির কাসেমী, শরীফুল্লাহ, মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ বি-বাড়িয়া, মাওলানা গাজী ইয়াকুব জাফর, মাওলানা খলিল আহমদ, মাওলানা হাবিবুর রহমান মেয়াজী গাজীপুর, মাওলানা গাজী আল-মাহমুদ, মাওলানা কামরুল ইসলাম, মুফতী উসমান সাদেক, মাওলানা আশরাফ মাহদী, মাওলানা সালাউদ্দিন মাসউদ বগুড়া প্রমূখ।
উপস্থিত ছিলেন- জামিয়া বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ, জামিয়া সিনিয়র মুহাদ্দিছ আল্লামা হাফেজ হাবীবুল্লাহ বাবুনগরী, নানুপুর মাদরাসার পরিচালক সালাহ উদ্দীন নানুপুরী, মুফতী কুতুবউদ্দিন নানুপুরী, মাওলানা নিজামুদ্দীন নোয়াখালী, মাওলানা হেলালুদ্দীন নানুপুরী, বাবনুগর মাদরাসার নায়েবে মোহতামীম মাওলানা মুহাম্মদ আইয়ুব, মুহাদ্দিস মাওলানা শুয়াইব বাবুনগরী, মাওলানা জুবায়ের বাবুনগরী, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মাওলানা সোহাইব জিরী।
ছিলেন- হাটহাজারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, হাটহাজারী ওলামা পরিষদের যুগ্ন সম্পাদক মাওলানা মীর ইদরীস, আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা রশীদ ফয়জী।
এসময় একমাত্র ছেলে হাফেজ সালমান বাবুনগরীর ওয়ালিমায় অংশ গ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
এদিকে হেফাজত আমীর ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক অসুস্থ আল্লামা শাহ আহমদ শফি সাহেবের সম্মানার্থে তাঁর হাটহাজারী মাদরাসা কার্যালয়ে আজ শনিবার দুপুরে ওয়ালিমা আয়োজন করেছেন আল্লামা বাবুনগরী। এতে জামেয়ার শিক্ষক-কর্মচারীগণ অংশ নেন।