1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন্নবীকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার টিসিবি’র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী মাগুরায় বিনা,র  মাঠ দিবস অনুষ্ঠিত রামগড়ে দুর্গম অন্তুপাড়া স্কুল শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত সংস্কার ছাড়া নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদ জন্ম নেবে: গোলাম পরওয়ার আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর আদর্শচ্যুতিতেই গড়ে উঠে আয়নাঘর-টর্চার সেল- মাহমুদুর রহমান সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য ডেবিট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

রামগড়ে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন্নবীকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২৩৫ বার

রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নুরুন্নবী ও তাঁর পরিবারকে কতিপয় অসাধু ভূমি দখলবাজ ব্যক্তি ভিটে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করছেন ফলে মুক্তিযোদ্ধা পরিবারটি উচ্ছেদ আতংকে আতংকিত হয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানা যায়।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: নুরুন্নবী সরকারীভাবে ১৯৭৯-৮০ সালে পার্বত্য চট্রগ্রামে বাঙ্গালী পূর্ণবাসনে একজন পূর্ণবাসন গ্রুপ লিডার হিসেবে রামগড় ২৩৭ নং নাভাঙ্গা মৌজার সালদাপাড়া, নোয়াপাড়া, কুমারীপাড়া ও বেলছড়ি পাড়ার সন্নিকট পাহাড়ী শূণ্য সরকারী খাস টিলা ভূমিতে পূর্ণবাসনে সহযোগীতাকারী হিসেবে ছিলেন। পরবর্তীতে স্থানীয় লোকজন থেকে কিছু জায়গা আঞ্চলিক দলিল মূলে (তখনকার সময়ে রেজিস্টি ছিলনা) খরিদ করে ভোগ দখল করতে থাকে। জায়গাগুলির মধ্যে ১ একর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত (জামুকা/১৮/২০০৩) বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্ণবাসন স্বনির্ভর বহুমুখী প্রকল্পকে দানপত্র ও বাকীগুলি ১০ বছর মেয়াদী লিজ দিয়েছেন। কিন্তু কিছুদিন যাবত কিছু চিহিৃত ভূমি জালিয়াত বীর মুক্তিযোদ্ধার জায়গা দখল করার পায়তারা চালায়। পাতাছড়া ইউপির ঢাকা কলোনীর বাবুল হোসেন তার মালিকানা ২৩৭ নং নাভাঙ্গা মৌজার ১১২১ নং হোল্ডিং এর ৫ একর জায়গা থেকে ৪ একর জায়গা জনৈক নুরুল আলমের কাছে বিক্রি করেন। বাবুল হোসেনের জায়গার চৌহদ্দি ঢাকা কলোনি সংলগ্ন তৈচাখারা হলেও বিক্রিকালে জমির চৌহদ্দি জালিয়াতি করে মূল জায়গা থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে বেলছড়িতে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর ভোগ দখলীয় জায়গার চৌহদ্দি বসিয়ে বিক্রি করে। বাবূল হোসেনের মূল চৌহদ্দির সাথে বিক্রয়কৃত ৪ একর চৌহদ্দির কোন মিল না থাকলেও অবশিষ্ট ১ একরের ঠিকই মিল পাওয়া গেছে। ৪ একরের ক্রেতা নুরুল আলম ভূমি অফিসের অসাধু কিছু কর্মচারীকে দিয়ে জায়গাটি রেজিস্টি করে দখলের চেস্টা চালালে নুরুন্নবী বাঁধা দেয়, এতে আলম ক্ষিপ্ত হয়ে নুরুন্নবীর বিরুদ্ধে ৯০/১৬ বিবিধ মিথ্যা মামলা দেয়। বর্তমানে ৮০ বছরের প্রবীন বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী বাবুল হোসেন ও নুরুল আলমের হয়রানীর স্বীকার হয়ে আদালত ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা মো: নুরুন্নবী বলেন, নিজের নামে কোন জায়গা জমিন না থাকলেও আঞ্চলিক দলিলমূলে যেগুলি ক্রয় করেছি সেগুলিও আজ জালিয়াত চক্রের কারনে হারাতে বসেছি, এ বয়সে ভূমি দস্যু ও ভূমি অফিসের অসাধু কর্মচারীদের সাথে পেরে উঠতে পারছিনা। পাতাছড়া ইউনিয়নের পরিষদের গ্রাম আদালতে অভিযুক্তরা প্রতারনার কথা স্বীকার করলেও এখন পর্যন্ত আদালতে করা মামলা প্রত্যাহার না করে উল্টো প্রতিনিয়ত হুমকির সম্মূখীন হচ্ছি। তিনি আরো জানান, বাধ্যর্কের সুযোগে ভূমি দস্যুরা কখন আবার জায়গা দখল করে নেয় এমন আশঙ্কায় পরিবার নিয়ে অসহায় ও নিরাপত্তাহীনতায় ভূগছেন। তিনি ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

মুক্তিযোদ্ধা নুরন্নবীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুল হোসেন জানান, মুক্তিযোদ্ধা নুরুন্নবী’র সাথে তার কোন বিরোধ নাই। নুরুল আলমের কাছে যে ৪ একর জায়গা বিক্রি করা হয়েছে সেটি তৈছাখারার জায়গা, যার ১ একর নিজের দখলে আছে। ক্রেতা নুরুল আলম কেন মুক্তিযোদ্ধার জায়গায় যাচ্ছে তা আমার জানা নাই।

নুরুল আলমের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net