1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরের নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের যোগদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু

মাগুরা শ্রীপুরের নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের যোগদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৬ বার

মোঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুর উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: তৌফিকুল ইসলাম সম্প্রতি আনুুষ্ঠানিকভাবে তাঁঁর কর্মস্থলে যোগদান করেছেন। তিনি ইতিপূর্বে চাপাইনবাবগন্জ জেলার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মুহা: তৌফিকুল ইসলাম ১৯৬৫ সালের ২ জানুয়ারী চাপাইনবাবগন্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামে জন্মগ্রহন করেন।তিনি ১৯৮০ সালে নবাবগন্জ জেলার রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি এবং রাজশাহী সরকারি কলেজ কলেজ থেকে ১৯৮৩ সালে এইচ. এস. সি পাস করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক( সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তারপর নাটোর জেলাধীন বাগাতিপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে প্রথম যোগদানের মধ্য দিয়ে শুরু হয় তাঁর বর্ণাঢ্যময় কর্মজীবন। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে ২০১৫ সালে ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন । এছাড়া ২০১৭ সালে জাতীয় পর্যায়ে দেশসেরা শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হন। ব্যক্তিজীবনে তিনি দু’টি কন্যা সন্তানের জনক। বড় মেয়ে তাবাচ্ছুম ফেরদৌস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ২য় বর্ষের ছাত্রী এবং ছোট মেয়ে নওশীন ফেরদৌস নবাবগন্জ সরকারি কলেজ থেকে এবার এইচ. এস. সি. পাস করেছে। তাঁর স্ত্রী মুসলেহা খাতুন একজন গৃহিনী।

শ্রীপুরে যোগদানের পর প্রতিক্রিয়ায় মুহা: তৌফিকুল ইসলাম বলেন, আমি আসার পর যা শুনেছি, এটা একটা আদর্শ থানা। প্রধান শিক্ষকদের সাথে আলোচনা করেছি এবং তাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে মনে হয়েছে আমি এ উপজেলাকে আমার সর্বোচ্চ টুকু দিতে পারবো।বর্তমান সরকার যেভাবে শিক্ষার গুনগত মান নিয়ে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সেক্ষেত্রে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি এবং আশা রাখি আমরা আরো এগিয়ে যেতে পারবো। এ উপজেলাকে আমরা নি:সন্দেহে দৃশ্যমান শিক্ষাব্যবস্হায় গুনগত মানে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো, আমি সকলের সহযোগিতা চাচ্ছি।
যোগদানের সময় আরও উপস্হিত ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সুলতান আলী, একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামানসহ অন্যরা।
মোঃ সাইফুল্লাহ / মাগুরা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net