1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে মদপানে আরো একজনের মৃত্যুর খবর, এবার ৪ জন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁও জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল রেজাউল ও শ্রেষ্ঠ ওসি ফিরোজ কবির চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক রাউজানে হক কমিটির উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারকে নিত্যপণ্য সামগ্রী বিতরণ বালিয়াডাঙ্গীতে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে- ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ৬৪৮ জন আনসার সদস্য ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কাঁচা রাস্তা পাকা জন্য খুঁড়ে রাখে এর কোনো তথ্য নেই, এলজিডি প্রকৌশল অফিসে ? নবীনগরে ব্রি কর্তৃক শতাধিক কৃষকদের দিনব্যাপি প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ে ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার উৎকোচ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বাঁশখালীতে সহস্রাধিক গাছ কেটে সাবার করেছে ইউপি চেয়ারম্যান, বনবিভাগ জব্দ করেছে ২০০ টুকরা! শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পানি বিতরণ

সোনারগাঁয়ে মদপানে আরো একজনের মৃত্যুর খবর, এবার ৪ জন

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৯৫ বার

অতিরিক্ত মদপানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, জিসান, মহসীন ও ড্রাইভার তোফাজ্জল নামের ৪জনের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় এক ইউপি সদস্য। এ ঘটনায় রাহিম, হৃদয় সহ আরও ৬জন আশংঙ্কাজনক অবস্থায় মেডিকেলে ভর্তি আছেন বলে জানান এলাকাবাসী।

নিহতরা হলেন, পিরোজপুর ইউনিয়নের মেঘনা কাদিরগঞ্জ গ্রামের হাফেজ মোঃ আমির আলীর ছোট ছেলে ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), একই গ্রামের মোঃ মোক্তার মিয়ার ছেলে মোহসীন (২৩), পিরোজপুর গ্রামের সিদ্দিকের ছেলে তোফাজ্জল ড্রাইভার (৩৫) ও প্রতাপনগরের কামালের ছেলে জিসান (২৫)।

সরেজমিনে এলাকা গিয়ে জানা যায় , গত ৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে সোনারগাঁ উপজেলার মেঘনা এলাকায় বাবুর নিজস্ব অফিসে অতিরিক্ত মদপানে গুরুতর অসুস্থ হলে আশংঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি শুক্রবার রাতে মহসিন ও তোফাজ্জল নামের দু’ জনের মৃত্যু হয়।

এদিকে শনিবার দুপুর তিনটায় চিকিৎসাধীন অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু ও জিসানের মৃত্যু হয় বলে জানান স্থানীয় এক ইউপি সদস্য ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ও মালিবাগ প্রান্তিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তারা কিভাবে মারা গেছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

নিহতদের পরিবারের দাবী খাবারের সাথে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে। মদ্যপানের মৃত্যুর খবরটি সঠিক নয় বলে দাবি করেছেন নিহতদের পরিবার।

মৃত্যু যে কারণেই হোক এক সঙ্গে একই সময়ে একই এলাকার চার জনের মারা যাওয়া ও আরো ৬ জন মৃত্যুশয্যায় থাকার এ খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম