এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আজ রোববার বিকালে আনন্দ উদযাপন করেন লাকসাম থানার পুুুলিশ।আনন্দ উদযাপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের লাকসাম-মনোহরগঞ্জ সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মহিতুল ইসলাম। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন পেশাজীবি রাজনীতির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।