1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা আয়োজনে বাগেরহাটে নারী দিবস পলিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

নানা আয়োজনে বাগেরহাটে নারী দিবস পলিত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৮৮ বার

“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী, সমাবেশ, শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন, আঁধার ভাঙ্গার শপথ ও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় শুরু হওয়া এ অনুষ্টানমালা সোমবার দিনব্যাপী অব্যাহত থাকে। এসব অনুষ্টানে বক্তব্য দেন, জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, সিভিল সার্জন কে.এম হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রিজাউল করি, অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহম্মুদ, নারীনেত্রী রিজিয়া পারভিন, এ্যাড: শরিফা হেমায়েত, এ্যাড: সীতা দেবনাথ, তানিয়া খাতুন, ঝিমি মন্ডল, শিক্ষাবিদ জ্ঞান রঞ্জন চক্রবত্তী, সনাক সভাপতি অধ্যাপক চৌধুরী আ: রব, শিশু কর্মকর্তা শেখ আসাদুর রহমান, এ্যাড: পারভিন আহম্মেদ, ক্যাব সভাপতি বাবুল সরদার, এ্যাড: লুনা সিদ্দিক, শিল্পী আক্তার, ক্রেইন প্রকল্পের এ্যাডভোকেসী স্পেশালিস্ট কনসার্ন ওয়াল্ড ওয়াইড রুমানা শারমীন, জেজেএস-এর আশরাফুল ইসলাম, কোডেক কর্মকর্তা মি: সাইফুল্লাহ, শাপলা ফুল-এর রেহানা পারভীন লাকি, রূপান্তরের শরিফুল বাসার, এসবিসিসি ইলিয়াস হোসেন, শিক্ষাবিদ মুখার্জী রবীন্দ্রনাথ, অধ্যাপক হেমায়েত হোসেন খোকন, শেখ বশির আহম্মেদ, মো: কামরুজ্জামান, তিথী দেবনাথ, পারুল বেগম, নাঈমা জাহান কলি, ব্রাক মর্ককর্তা আলমাস হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর নারী উন্নয়ন ফোরাম, মহিলা পরিষদ, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ক্রেইন প্রকল্প, টিআইবি-সনাক, ব্রাক, কোডেক, আঁশ বাংলাদেশ-সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সকল অনুষ্টানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকশ নারী পুরুষ অংশ নেন।

নারী অধিকার প্রতিষ্টায় বঙ্গবন্ধুর ভূমিকা এবং বর্তমান সরকার গৃহিত নানা পদক্ষেপের উল্ল্খে করে প্রধান অতিথি জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, নারীর অধিকার সমতা প্রতিষ্টায় দৃষ্টি ভঙ্গীর পরিবর্তন সব চেয়ে জরুরী। নারীর মর্যাদা প্রতিষ্টায় নারীকে সচেতন হতে হবে। কারণ আজকের মেয়ে আগামী দিনের মা, শ্বাশুড়ি। এসডিজি বাস্তবায়ন এবং সামাজিক শান্তি প্রতিষ্টায় নারীর সমমর্যাদা খুবই জরুরী বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম