1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে আ,লীগ -ছাত্রলীগ ধাওয়া - পাল্টা ধাওয়া সোমবার সকাল-,সন্ধ্যা হরতাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক দলগুলোর প্রতি খোলা চিঠি অ্যাডভোকেট শিশির মনিরের গাঁজাসহ র‌্যাবের হাতে আটক স্বেচ্ছাসেবকদল নেতা জাফরকে চিরস্থায়ী বহিষ্কার নবীগঞ্জ পৌর এলাকায় বিদুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত   শেরপুরে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার ইসলামী ব্যাংকের ঢাকার জোন ও কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি অবস্থা ঘোষণা নিয়ে রাজনৈতিক ঐকমত্য জাতীয় রাজস্ব বোর্ড নাম আর থাকবে না: ফাওজুল কবির ষড়যন্ত্র চলছে, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে – তারেক রহমান মিটফোর্ড হত্যাকাণ্ড: পর্দার আড়ালে ইশরাক? অভিযুক্তকে বাঁচাতে তৎপরতা ও পুলিশের নীরবতায় তোলপাড়

লালমনিরহাটে আ,লীগ -ছাত্রলীগ ধাওয়া – পাল্টা ধাওয়া সোমবার সকাল-,সন্ধ্যা হরতাল

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৫৭৫ বার

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আগামী সোমবার লালমনিরহাটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগ।
শুক্রবার ৯ এপ্রিল রাত ৮টায় জেলা ছাত্রলীগ অফিসে সংবাদ সম্মেলন করে এ কর্মসুচি ঘোষনা করেন লালমনিরহাট পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু।
এর আগে সন্ধ্যায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও মামলা প্রত্যাহারের দাবীতে থানায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু। লিখিত বক্তব্যে পাপ্পু বলেন, লালমনিরহাট জেলায় এক যুগ ধরে জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান এক নায়কতন্ত্র কায়েম করে আ,লীগ কে লিমিটেড কোম্পানীতে (পারিবারিক) পরিনত করার চেষ্টা করছে।
জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান তার আপন ভাগ্নে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হতে না পারায় বক্করের সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন পায়তারা করে আসছে। ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর এর প্রতিবাদ করায় প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিঃ আবু সাঈদ মোঃ দুলালের সমর্থকসহ সর্বসাধারনের সমর্থনে জনপ্রিয়তার শীর্ষে উঠছিলেন। তাকে দমাতেই এ্যাডভোকেট মতিয়ার তার আপন বোনের বাড়িতে হামলা ও বোনকে আহত করার মিথ্যা নাটক সাজিয়ে ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্করকে দায়ী করে এবং শুক্রবার বিকেলে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন এ্যাড. মতিয়ার রহমান।
বিষয়টি ছাত্রলীগের নেতাকর্মীদের কানে আসার পর পরই প্রতিবাদ জানায়। সেই সাথে মামলা প্রত্যাহারের দাবীতে জেলা ছাত্রলীগ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও থানায় অবস্থান নেয় এবং সংবাদ সম্মেলন করে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আগামী সোমবার লালমনিরহাট জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়।

এর পরেও যদি সমাধান না হয় পরবর্তীতে কঠিন কর্মসুচি দেয়া হবে বলে হুশিয়ারিও দেওয়া হয় ঐ বক্তব্যে।
সংবাদ সম্মেলন শেষে মুঠো ফোনে ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের সাথে কথা হলে তিনি বলেন, রাজনীতির প্রতিহিংসার কারনেই তাদের এই ভিত্তিহীন অভিযোগ। এ হামলার ঘটনার সাথে তিনি বা তার প্রিয় সংগঠন ছাত্রলীগের কোন নেতা বা কর্মী জড়িত নয় বলে জানান দাবী করেন। শুক্রবার রাত থেকে শনিবার এ রিপোর্ট লেখা পযন্ত লালমনিরহাট শহর থম-থম অবস্তা বিরাজ করছে। আ,লীগ – ছাএলীগ উভয় পক্ষ রড, ছোড়া, লাঠি ও রাম দা নিয়ে শহরে মোহরা দিচ্ছে। যে কোন মহুত্তে বড় ধরনের সংঘর্ষ লাগতে পারে বলে বিভিন্ন সূএে জানা গেছে। সকাল ১১ টায় শহরের বানিয়া পট্টি, বাটা মোড়, পৌর গেটসহ বিভিন্ন এলাকায় উভয় পক্ষে ধাওয়া- পাল্টা ধাওয়া হলে লালমনিরহাট সদর থানা পুলিশ পরিস্হিতি নিয়ন্ত্রণে আনেন। এ পযন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা চলছে। তবে উভয় পক্ষে আহত- নিহতর খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net