 
																
								
                                    
									
                                 
														
							 
                    রাউজানে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিক আহত হয়েছে। ২৩ আগস্ট সোমবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে কদলপুর ইউনিয়নে। বজ্রপাতে আহতরা হচ্ছেন ইউনিয়নের রামপদ নাথের ছেলে সজল নাথ (২৫) এবং নোয়াখালী এলাকার বাসিন্দা মো. সুমন (২৫) ।
বর্তমানে তারা দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত দুই শ্রমিক চমেক হাসপাতালে আনা হলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধিন আছেন।