1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীপুর পৌরসভার উদ্যোগে পিপাসার্ত মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ আজ জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচন ২০২৩  সকাল  ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলছে। জনপ্রিয়তা বেড়েছে চট্টগ্রামের জ্যোতিষী জয়ন্ত আচার্য্য শ্রীকান্তের ৭২ বছর পর ভাষা আন্দোলনের প্রথম শহীদ  রফিকের কবরটি সনাক্ত  প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই কৃষি জমির টপসয়েল কাটার দায়ে রামগড়ে চার লক্ষ টাকা জরিমানা বাঁশখালীতে বৃষ্টির জন্য ইসতিকার নামাজ আদায় রামগড়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ রাউজানের দক্ষিণ হিংগলায় হক কমিটির দায়রা শাখার নির্মাণ কাজ শুরু মাগুরায় ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৩১ বার

রাঙ্গাবালীতে বোরো ধানের বাম্পার ফলনের পর এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরই মধ্যে প্রায় ৬০ শতাংশ জমিতে আমন ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাকি জমিতেও চারা রোপণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৬টি ইউনিয়নে চলতি মৌসুমে ৩৪ হাজার ৫৩০ হেক্টর জমিতে এইস আই ভি ২০,০০০ হক্টের ও স্থানীয় ১৪,৫৩০ হেক্টর জমির ধান রোপণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এইস আই ভি ৮ হাজার ৬২০, স্থানীয় ৫ হাজার ৩৮০ হেক্টর ও হাইব্রিড ১০ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা হাল চাষ করছেন, কেউ তারা হুড়া করে জমির আইল কাটছেন, কেউ বিছ তুলছেন, আবার কেউ জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পরেছেন। কৃষকরা আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবার জমিতে ধান ভালো হবে। ফলে চলতি মৌসুমে সুষ্ঠোভাবে ধানের আবাদ ঘরে তুলতে পারবেন এমনটা স্বপ্ন কৃষকদের।

কৃষকরা জানান, বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বেশ ভালো ফলন হয়েছে। পাশাপাশি বাজারে ধানের দাম খুব ভালো পাওয়ায় বেশ লাভবান হয়েছেন তারা। গত বছর আমন ধান রোপণের পরে বন্যা হয়েছে। এতে অনেকরই ধান চিটা (নষ্ট) হয়েগেছে এবছর আবহাওয়া ভালো থাকলে গত বছরের চেয়ে ফসল ভালো হবে ইনশাআল্লাহ।

কৃষকরা আরও জানান, যে কোনো সময় পানিতে জমি তলিয়ে গেলে ধান লাগানো মুশকিল হয়ে পড়বে। এছাড়া বর্তমানে জমিতে যে পরিমাণ পানি রয়েছে তা ধান রোপণের উপযুক্ত সময়। আবার দীর্ঘ অনাবৃষ্টি শুরু হলে জমির পানি শুকিয়ে গেলেও ধান রোপণে বিড়ম্বনায় পড়তে হবে। তাই ব্যস্ত হয়ে আমন ধান রোপণ করছেন কৃষকরা।

কৃষি কর্মকর্তারা জানান, এবছর আমাদের আমন ধানের উপর যে লক্ষমাত্রা আছে কৃষকরা ধানের চারা সঠিক সময়ে রোপন করে উঠতে পারলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার জমিতে ভালো ধান হবে বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম