1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইজউদ্দিন মোল্লাকে শহীদ মুক্তিযোদ্ধা বানানোর প্রতিবাদ ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জের হারভেস্টার নেত্রকোনায় ২৪ ঘন্টার মধ্যে ফেরত আসার নির্দেশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাল ভোট দেওয়ায় ১ জন যুবক আটক ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাল ভোট দেওয়ার চেষ্টা, যুবকের ৭ দিনের কারাদণ্ড ! নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: চৌদ্দগ্রামে নিজঘরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত নবীগঞ্জে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান॥ আমি কৃষক মজুর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করছি — কেয়া চৌধুরী অনুমোদন ছাড়াই চলছে সৈয়দপুরে পুকুর খনন, দেখেও নির্বিকার প্রশাসন চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

আইজউদ্দিন মোল্লাকে শহীদ মুক্তিযোদ্ধা বানানোর প্রতিবাদ ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৬২ বার

শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া বানিয়াপাড়া গ্রামের মৃত মমিন মোল্লার ছেলে আইজউদ্দিন মোল্লা ১৯৭১ সালের ২৪ নভেম্বর পাক হানাদারদের গণহত্যায় নিহত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তাকে শহীদ মুক্তিযোদ্ধা বানানোর প্রতিবাদে ২৯ আগস্ট রোববার সকাল ১১টায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মতিনের আয়োজনে ও সভাপতিত্বে স্থানীয় মুক্তিযোদ্ধারা এক সংবাদ সম্মেলন করেন। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মতিন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালের ২৪ নভেম্বর সদর উপজেলার সূর্যদ্দী গ্রামে পাকহানারদের গণহত্যায় আইজউদ্দিন মোল্লা নিহত হন। এদিকে তার বড় ছেলে মোঃ আজিজুর রহমান তার বাবা আইজউদ্দিনের নামে বিগত ২০১২ সালের ৩ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সনদ ম-১৮৩২৪৯ নং একটি ভূয়া সনদ তৈরি করে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছেন বলে অভিযোগ করেন। এছাড়াও আইজউদ্দিন মোল্লার বড় ছেলে মোঃ আজিজুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের লোক পরিচয় দিয়ে চাকুরীর বদলী বাণিজ্য এবং বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন। মোঃ আজিজুর রহমান ও তার ছোট ভাই পুলিশ পরিদর্শক মোঃ মোস্তুাফিজু রহমান গণহত্যায় নিহত পিতাকে শহীদ মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে ভূয়া সনদপত্র তৈরির মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার প্রতিবাদ এবং বিচার দাবী করেন। এব্যাপারে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ এক প্রত্যেয়ন পত্রে বলেন, শেরপুর সদর উপজেলার সূর্যদ্দী গ্রামে ১৯৭১ সালের ২৪ নভেম্বর পাকহানার বাহিনী কর্তৃক গণহত্যায় নিহত হন। শেরপুর সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়নে ২ জন শহীদ মুক্তিযোদ্ধাসহ ৪২ জন বীর মুক্তিযোদ্ধার নাম তালিকা ভুক্ত রয়েছে সেই তালিকায় আইজউদ্দিন মোল্লার নাম নেই। কাজেই সে কখনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই এবং মুক্তিযোদ্ধাও ছিল না।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ উদ্দিন, জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ আবুল হাশেম।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধাগণসহ প্রেসক্লাব সভাপতি মোঃ শরীফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি মোঃ আছাদুজ্জামান মোরাদ ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদুল উজ্জল, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম