1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও কলেজের বাগান থেকে বিপুল পরিমান গাছ কর্তন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন রাজধানীতে বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যতিক্রমী আয়োজন  শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা 

ঈদগাঁও কলেজের বাগান থেকে বিপুল পরিমান গাছ কর্তন

সেলিম উদ্দীন, কক্সবাজার।
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪১ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্টান ঈদগাহ রশিদ আহমদ কলেজের জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

দখল নির্বিঘ্ন করতে কলেজ কতৃক সৃজিত বাগান থেকে গতকাল রোববার বিপুল পরিমান গাছ কেটে ফেলেছে অভিযুক্তরা।

উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মৃত নজির আহমদের ছেলে ও ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল হকের নেতৃত্বে একদল দুবৃর্ত্ত এঘটনার সাথে জড়িত বলে জানান কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন।

সংঘটিত ঘটনায় কলেজ অধ্যক্ষ বাদী হয়ে ঈদগাঁও থানায় নুরুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, কলেজ প্রতিষ্টার পর থেকে অদ্যবধি জমিটি কলেজের দখলে আছে। জমিটি বন বিভাগ থেকে অবমুক্ত করে খাস খতিয়ানে আনয়নের জন্য বিগত ২০০৫ সালে কলেজের পক্ষ থেকে সংশ্লিষ্ঠ দপ্তরে আবেদন জমা দেয়া হয়েছে।

অভিযুক্ত নুরুল হক এসব কিছুর তোয়াক্কা না করে বৃহত্তর ঈদগাঁওবাসীর একমাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্টান ঈদগাহ রশিদ আহমদ কলেজের ওই জমিটি জবর দখল করে নেয়ার জন্য উঠে পড়ে লাগে।

তাঁরই ধারাবাহিকতায় নুরুল হক গতকাল মূল্যবান বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ কেটে ফেলে। গাছ কাটার খবর পেয়ে মেহেরঘোনা রেঞ্জের বিট কর্মকর্তা জাকারিয়ার নেতৃত্বে একদল বনকর্মী ঘটনাস্থলে এসে কর্তিত গাছগুলো জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে যায়।

সরেজমিনে পরিদর্শন ও এলাকাবাসীর সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে এবং নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, অভিযুক্ত নুরুল হক গায়ের জোরে কলেজের জমি জোর করে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে।

সংবাদ পেয়ে দুপুর ১২ টার দিকে এএসআই রশিদের নেতৃত্বে ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরুল হকের মুঠোফোনে বার বার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ না করাতে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করছেন এলাকাবাসী।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম কলেজের পক্ষ থেকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net