1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দ্বারা উপ-সহকারী প্রকৌশলী নির্যাতিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কাঁচা রাস্তা পাকা জন্য খুঁড়ে রাখে এর কোনো তথ্য নেই, এলজিডি প্রকৌশল অফিসে ? নবীনগরে ব্রি কর্তৃক শতাধিক কৃষকদের দিনব্যাপি প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ে ধর্মগড়- কাশিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার উৎকোচ গ্রহণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বাঁশখালীতে সহস্রাধিক গাছ কেটে সাবার করেছে ইউপি চেয়ারম্যান, বনবিভাগ জব্দ করেছে ২০০ টুকরা! শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পানি বিতরণ পৌর মেয়রের বিরুদ্ধে টোলের টাকা জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ প্রচণ্ড তাপদাহে নোয়াখালী পুলিশ সুপারের বিশুদ্ধ পানি ও জুস বিতরণ নবীনগরে উপজেলা কমিউনিস্ট পার্টির দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালী সামুদ্রিক মৎস্য আহরণকারী বিহিন্দী জাল বোট মালিক সমিতির কমিটি গঠন

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দ্বারা উপ-সহকারী প্রকৌশলী নির্যাতিত

বিশেষ প্রতিনিধি।রাজবাড়ী।।
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৯৩ বার

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদের দাড়া নির্যাতিত হয়েছেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ রনি। নির্বাহী প্রকৌশলী জনাব আবদুল আহাদের কথা শুনেনি তাই ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিয়ে দাড়িয়ে গলায় পাড়া দিয়ে ধরে।

উপ-সহকারী প্রকৌশলী মোঃ রনি জানান, (২১ নভেম্বর) ঢাকায় অফিসিয়াল কাজে যাবার জন্য অফিসের গাড়ি চাইতে গেলে এরকম ঘটনা ঘটে।

উপ-সহকারী প্রকৌশলী মোঃ রনি আজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগে জানান, “যথাযথ সম্মান প্রদর্শণ পূর্বক মহােদয়ের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, গত ২৩.১১.২০২১খ্রিঃ দুপুর ১ টার সময় নির্বাহী প্রকৌশলী মহােদয় কর্তৃক আমাদেরকে (মােঃ রনি, উপ-সহকারী প্রকৌশলী, মৃগী পওর শাখা এবং মােঃ ইকবাল সরদার, উপ-সহকারী প্রকৌশলী,
গােয়ালন্দ পওর শাখা) প্রধান প্রকৌশলী মহােদয়ের দপ্তরে গমন পূর্বক দপ্তরের কিছু প্রাক্কলন ও নােটশীট এর কাজ সম্পন্ন করে আনতে বলা হয়। এ অবস্থায় আমি মােঃ রনি, উপ-সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ী মহােদয়কে প্রধান প্রকৌশলীর দপ্তরে কিভাবে যাইবো জানতে চাইলে তিনি দপ্তরের একটি গাড়ী নিয়ে যেতে বলেন। এখানে উল্লেখ্য যে প্রায় ৫১টি প্রাক্কলন এবং ৬১টি নােটশীট সংযুক্ত কাগজপত্রসহ প্রধান প্রকৌশলী মহােদয়ের স্বাক্ষর গ্রহণ পূর্বক রাজবাড়ী পওর বিভাগীয় দপ্তরে ফিরিয়ে আনতে বলা হয়। পরবর্তীতে ড্রাইভারকে গাড়ী প্রস্তুত করতে বলা হলে ড্রাইভার জানায় যে, গাড়ী নেয়া যাবে না। নির্বাহী প্রকৌশলী মহােদয় নিষেধ করেছেন। ড্রাইভার বলেন আপনারা বাসে করে যান। প্রধান প্রকৌশলী মহােদয়ের দপ্তরের জনাব মােঃ আমিনুল ইসলাম, প্রাক্কলনীককে ফোনে প্রধান প্রকৌশলী মহােদয় দপ্তরে আছেন কিনা জানতে চাইলে তিনি জানান স্যার দপ্তরে নেই। পরবর্তী দিন প্রধান প্রকৌশলী দপ্তরে মিটিং থাকায় স্যার গাড়ী নিয়ে যাবেন তাই দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বাসে গমন করলে বিপদে পরার সম্ভাবনা থাকায় ঐ দিন প্রধান প্রকৌশলীর দপ্তরে না গিয়ে পরের দিন স্যারের
সাথে যাবাে বলে চিন্তা করি। অতঃপর বিকাল ৪.৪৮ ঘটিকায় সহকারী প্রকৌশলী, রাজবাড়ী মহােদয় ফোন করে না যাবার কারণ জানতে তাকে তার কারণ ব্যাখ্যা করলে তিনি নির্বাহী প্রকৌশলী মহােদয়ের সাথে দেখা করতে বলেন। অতঃপর ৫.২০ ঘটিকায় মােঃ
রনি, নির্বাহী প্রকৌশলী মহােদয়েরর কক্ষে দেখা করতে গেলে তিনি আমায় তুই তােকারি করেন এবং আমাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে বুকের উপর পা দিয়ে চেপে গলা টিপে ধরে স্বাশরােধ করে হত্যার চেষ্টা করেন এবং একই সাথে জবাই করার হুমকি দেন (ভিডিও সংযুক্ত)। এখন তার সঙ্গে চাকুরী করিতে আমরা ভয় পাচ্ছি। যে কোন সময় তিনি আমাদেরকে হত্যা করতে পারেন। এই ঘটনার সুষ্ঠু বিচার প্রর্থনা করি।”

তবে,এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদের কোন বক্তব্য পাওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম