1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধার দইখাওয়া সীমান্তে ব্যাপক চোরাচালন কৃষকরা ক্ষতিগ্রস্থ, ব্যবস্থা না নিলে আন্দোলনের ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন আমার দেশ পত্রিকার নব-যাত্রায় প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকীতে সুশীল ফোরামের পক্ষ সম্পাদক মাহামুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদীর স্মরণে দোয়া মাহফিল রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে ১ বছরে ভোটার বেড়েছে ১৬,৬৬৫ জন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল ঈদগাঁওয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ২ লাখ টাকা জরিমানা জুবায়ের রহমান চৌধুরী প্রধানবিচারপতি হয়ে ওঠার স্মৃতি : অধ্যাপক এম এ বার্ণিক

হাতীবান্ধার দইখাওয়া সীমান্তে ব্যাপক চোরাচালন কৃষকরা ক্ষতিগ্রস্থ, ব্যবস্থা না নিলে আন্দোলনের ঘোষণা

২য় পর্ব

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৫১ বার

লালমনিরহাটের হাতীবান্ধার দইখাওয়া সীমান্তে ব্যাপক চোরাচালান কৃষকদের বিভিন্ন ফসলের ক্ষতি। ব্যবস্থা না নিলে আন্দোলনের ঘোষণা দিবেন মর্মে ক্ষতিগ্রস্থ কৃষকরা জানিয়েছেন। এলাকাবাসীর লিখিত অভিযোগে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বহুল আলোচিত দইখাওয়া সীমান্ত দিয়ে ভারতীয় গরু, মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন ও ফেন্সিডিল পাচার করে আনছে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকার মোঃ বকতার হোসেনের ছেলে হুন্ডী মোঃ মাইদুল ইসলাম, মোঃ ইয়াজ উদ্দিনের ছেলে মোঃ আমিনুর রহমান ও মোঃ আজগার আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম ওরফে রবি। ওই চোরাকারবারীরা হন্ডীর মাধ্যমে কোটি কোটি টাকা ভারতে পাচার করে এবং দইখাওয়া বিজিবি ক্যাম্পের কমান্ডারের সাথে যোগসাজসে কমিশনের বিনিময়ে গরুর লাইনম্যানীর অন্তরালে হুন্ডী ও মাদকদ্রব্য ভারত থেকে পাচার করে আনেন। এলাকাবাসী এ প্রতিবেদককে জানান, গত ২ নভেম্বর ২০২১ইং তারিখ মঙ্গলবার গভীর রাতে দইখাওয়া সীমান্তের ৯০৪ নং পিলার দিয়ে ২৭টি ভারতীয় গরু ও ৫ কেজি গাঁজা পাচার করে ওই মাদক সেন্ডিকেটের হোতারা। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। এসব ভারতীয় গরু চোরা পথে বাংলাদেশে পাচার হয়ে আসায়। দেশী গরু খামারীরা বিপাকে পড়েছেন। তারা তাদের গরুর ন্যায্য মূল্য পাচ্ছেন না। ভারতীয় মাদকদ্রব্য ও গরু পাচারের সময় একাধিক কৃষকের ধান ক্ষেত সহ চলতি মৌসুমের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি করলেও ভয়ে প্রতিবাদ করতে পারে না ওই ক্ষতিগ্রস্থ কৃষকরা। তবে দইখাওয়া সীমান্ত দিয়ে যেসমস্ত ভারতীয় গরু ও মাদকদ্রব পাচার করাকালীন বহনকারীদের দ্বারা ধান ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়। এমন ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ মোতালেব হোসেন, মোঃ নুরুজ্জামান, শ্রী অশোক চন্দ্র রায়, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ আমিনুর, মোঃ নুরুল হক, মোঃ এনামুল হক ও মোঃ আহম্মেদ আলীসহ শতাধিক কৃষক সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমরা তাদের অবৈধ ভাবে কোটি কোটি টাকার মালিক ও চোরাকারবারীর বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, দুদুক চেয়ারম্যান, ডিআইজি রংপুর ও অধিনায়ক র‌্যাব-১৩ রংপুর বরাবরে লিখিত অভিযোগ প্রেরণ করা হলে র‌্যাবের খাতায় মামলা নং-৭৪ বলে এলাকাবাসী নিশ্চিত করেন। ওই চোরাকারবারীর হোতারা অবৈধ পথে কোটি কোটি টাকার মালিক বনে গেছে বলে কয়েকটি লিখিত অভিযোগ থেকে জানা গেছে। অপর দিকে সহকারী পুলিশ সুপার সার্কেল (২) হাতীবান্ধা বরাবরে লিখিত অভিযোগ করা হলে তিনিও বিষয়টি তদন্ত করছেন বলে সার্কেল (২) এর কার্যালয় সূত্র জানায়। অবিলম্বে মাদক সিন্ডিকেটদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা না হলে ক্ষতিগ্রস্থ কৃষকরা আন্দোলনের ঘোষণা দিবেন। এব্যাপারে দইখাওয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোঃ সাইদুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে কমান্ডার মোঃ ফরিদ মোবাইল ফোন রিসিভ করে বলেন, কমান্ডার মোঃ সাইদুল ইসলাম বুধবার বদলি হয়ে চলে গেছেন। এখন আমি দায়িত্বে রয়েছি। তিনি গরু ও মাদকদ্রব্য পাচারের বিষয়টি কঠোর ভাবে দেখবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net