1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষিন তারাবুনিয়ার আমজনতার প্রার্থী আব্দুল ছমিদ মাঝি। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! সৈয়দপুরে শিল্পপতির নির্মাণ কাজে বাধা, মালামাল লুট ও অপপ্রচারের অভিযোগ রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি

দক্ষিন তারাবুনিয়ার আমজনতার প্রার্থী আব্দুল ছমিদ মাঝি।

শরীয়তপুর থেকে বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৬ বার

ভেদরগঞ্জ উপজেলা দক্ষিন তারাবুনিয়া ইউনিয়নটি উপজেলার পূর্বে সীমান্তে অবস্থিত। এর পরই বিশাল মেঘনা নদীর অবস্থান। এখানের অধিকাংশ মানুষ মাছ শিকারী, কৃষক, সাধারণ ব্যবসায়ী ও প্রবাসী।

দীর্ঘ দিন পর মানুষ এবার নিজের ভেট দেয়ার সুযেগ পাচ্ছে তাই এলাকার সাধারণ মানুষ খুবই আনন্দে আত্মহারা। দক্ষিন তারাবুনিয়ার সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু বোঝা যায় এবার তারা ভোটের মাধ্যমে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তারা দীর্ঘ দিন বর্তমান চেয়ারম্যান ও তার পরিবারকে লোকজনের নিকটে এক প্রকার জিম্মি করে রাখা হয়েছে। তাই দক্ষিন তারাবুনিয়ার আমজনতা বাধছে জোট ছমিদ মাঝিকে দিবে ভোট। এই শ্লোগান এখন পুরো ইউনিয়ন জুড়ে। আগামী ২৬ ডিসেম্বর আনারস মার্কায় ভোট দিয়ে ছমিদ মাঝিকে জয়যুক্ত করে ঘরে ফিরবে বলে এলাকাবাসীর দাবী। আলহাজ্ব আবদুল ছমিদ মাঝি এর আগেও এই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় তার বিরুদ্ধে জনগণের কোনো প্রকার দূর্ণাম বা অভিযোগ ছিলো না। পক্ষান্তরে চেয়ারম্যান শাহজালাল মালের বিরুদ্ধে অনিয়ম দূণীতির অভিযোগের ফিরিস্তির শেষ নেই। দেনদরবারে পক্ষপাত নিয়ে অন্যায় ভাবে বিচারের রায় দিয় থাকতো। বিশেষ করে জায়গাজমি বিচার গুলোতে বেশীরভাগ সময় এমনি করেছে।

তাই জনগন এবার সুযোগ পেয়েছে তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে শাহজালাল মালকে পরাজিত করার। এলাকাবাসীর দাবি আমরা সঠিক ভাবে ভোট দিতে পারলে আলহাজ্ব আবদুল ছমিদ মাঝি ৭০% ভেট পেয়ে বিজয়ী হবেন। আর আলহাজ্ব ছমিদ মাঝির মন্তব্য জানতে চাইলে তিনি বলেন আমার কথা জনগনের নিকট জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। আমি যা বলবো জনগণ তাই বলে অতএব জনগণের কথাই আমার কথা। আলহাজ্ব ছমিদ মাঝি জনগণের উপর শতভাগ আশাবাদী তারা এবার তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net