1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় র‌্যাবের জালে আটক ধর্ষক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার

সীতাকুণ্ডে ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় র‌্যাবের জালে আটক ধর্ষক

সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৭০ বার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় র‌্যাবের জালে আটক হয়েছেন ধর্ষক মোঃ. শাহীন (১৯)। গত ২৩ মার্চ প্রতিদিনের ন্যায় ভিকটিমের মা-বাবা কাজের উদ্দ্যেশ্য বাড়ি থেকে বাহির হয়। ঘরে বাবা ও মা না থাকায় তাদের ৩য় শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যা মাদ্রাসার ক্লাস শেষ করে দুপুর ২ টায় বাড়িতে আসলে উৎপেতে থাকা ধর্ষক মোঃ শাহীন শিশু কন্যাটিকে বিভিন্ন প্রকার প্রলোভন ও ম্যাজিক লাইট দেখাবে বলে ফুসলিয়ে তার বসত ঘরে নিয়ে যায়। এসময় ধর্ষক শাহীন শিশু কন্যার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। তার চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক শাহীন তখন ঘর থেকে সু-কৌশলে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন ০৯ বছরের শিশু কন্যাকে বিবস্ত্র অবস্থায় দেখে শিশু কন্যার বাবাকে মোবাইল ফোনে অবহিত করে। পরবর্তীতে বাবা অসুস্থ মেয়েকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন এবং বর্তমানে মেয়েটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশু কন্যার বাবা বাদী হয়ে ২৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১) সীতাকুণ্ড থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৩।

মামলা রুজু হওয়ার পর থেকে ধর্ষক মোঃ শাহীন(১৯) নিজ এলাকা হতে বিভিন্ন জায়গায় আত্মগোপন করতে থাকে। পরবর্তীতে ধর্ষণকারী শাহীনকে গ্রেফতারের জন্য র‌্যাব-৭, গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত শুরু করে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, ধর্ষণকারী শাহীন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার এড়ানোর জন্য চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট বাজার এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে অভিযান চালিয়ে বুধবার ৩০ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করেন।

আসামী মোঃ শাহীন(১৯) বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার মোঃ নেজাম উদ্দিনের পুত্র।
উল্লেখ্য ০৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের মামলার ০৩ দিনের মধ্যে শ্বাসরুদ্ধকর অভিযানে ধর্ষণকারী আসামী মোঃ শাহীন(১৯) কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
এবিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসামিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net