1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল্লামা আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর জীবনী আলোচনা অনুষ্ঠিত সংযুক্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

আল্লামা আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর জীবনী আলোচনা অনুষ্ঠিত সংযুক্ত

আরব আমিরাতে কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৬০১ বার

দারুল উলূম হাটহাজারীর সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাবেক আমীর ও শাইখুল হাদিস আল্লামা আহমদ শফী ও হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ইসলামী নব জাগরণ সংগঠন ও আল ইসলাহ ইসলামী সংস্থা সংযুক্ত আরব আমিরাত যৌথ উদ্যোগে দুবাই আবিরস্থ পালসেস রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় আকাবিরে দেওবন্দের অবদান নিয়ে আলোচনা করেন বাংলাদেশ হতে সফরে যাওয়া বিশিষ্ট আলেমগণ। আলোচনা সভায় বক্তাগণ বলেন- আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী আমাদের দেশের নক্ষত্র ছিলেন। তাদের ইন্তিকালে আমরা অভিভাবক হারা হয়ে পড়েছি, তাদের বিয়োগে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনও পূরণীয় নয়।

তারা আমাদের জন্য রাহবার ছিলেন। সাহসে, সংগ্রামে অগ্রনায়ক ছিলেন। আধ্যাত্মিকতায় মুরশিদ ছিলেন। আমরা তাদের আদর্শ ও চেতনা বুকে ধারণ করে, তাদের দেখানো পথে চলে তাদের অপূরণীয় কাজ আঞ্জাম দেবো ইনশাআল্লাহ। প্রবাসে এমন উদ্যোগ নেওয়ার জন্য ইসলামী নবজাগরণ সংগঠনের মাওলানা মঈনুদ্দীন এবং সকল আয়োজকদের আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন অতিথিরা। আলোচনায় অতিথি ছিলেন- দারুল উলুম হাটহাজারীর পরিচালক মাওলানা ইয়াহইয়া, দারুল উলুম হাটহাজারীর শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ, জামিয়া ওবাইদিয়া নানুপুরের পরিচালক মাওলানা সালাহ উদ্দিন, জামিয়া বাবুনগরের শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান, নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী। সংগঠনের আমিরাত শাখার সভাপতি মঈনুল ইসলাম চৌধুরী মহাসচিব মাওলানা মঈনুদ্দীনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা সমাপ্তের পর আল্লামা ইয়াহইয়া সাহেবের মোনাজাতে বিদেশে বসবাসরত প্রবাসী এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net