1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত্ম) মো: আসাদুজ্জামানকে হত্যা মামলার তদন্ত্মের দায়িত্ব থেকে অব্যাহতির দাবীতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত্ম) মো: আসাদুজ্জামানকে হত্যা মামলার তদন্ত্মের দায়িত্ব থেকে অব্যাহতির দাবীতে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৯১ বার

হত্যা মামলার আসামীদের গ্রেফতার না করা এবং আসামীদের সাথে গোপন বৈঠক ও ফোনে কথাবার্তাসহ মামলা সংক্রান্ত্ম রাষ্ট্রের প্রদত্ত দায়িত্বকে ইচ্ছাকৃত ভাবে অবহেলা করার অভিযোগ এনে দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত্ম) মো: আসাদুজ্জামানকে তদন্ত্মের দায়িত্ব থেকে অব্যাহতি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

৪ এপ্রিল সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রম্নমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র মো: আবু বক্কর সিদ্দিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ৮০ লাখ টাকা আত্বসাতের উদ্দেশ্যে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সোলেমানসহ অপরাপর আসামীরা পরিকল্পিতভাবে ২০১৯ সালের ২১শে অক্টোবর সকালে বাড়ি থেকে বিভিন্ন অজুহাতে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পনা অনুযায়ী আসামী সোলেমান ও তার সঙ্গীরা দিনাজপুর সরকারী কলেজের গোরস্থানের সামনে মোটরসাইকেল আরোহী শফিউল ইসলাম ও জাকিউল আবতাব বাবুকে মোটর সাইকেল থেকে ধাক্কা দিয়ে ট্‌্রাকের নীচে ফেলে দেয়। এসময় ঘটনাস্থলে ট্‌্রাকের চাপায় পিষ্ট হয়ে শফিউল ইসলাম মারা যায় এবং জাকিউল আবতাব বাবুকে গুরম্নত্বর আহত অবস্থায় উদ্ধার করে দ্‌িনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক তাকে উন্নত চিকিতসার জন জিয়া হার্ট ফাউন্ডেশনে পাঠন। এই সড়ক দূর্ঘটনা সর্ম্পকে লিখিত বক্তব্যে তিনি বলেন,সড়ক দূর্ঘটনার সমস্ত্ম ঘটনাটি পূর্ব পরিকল্পনা মতে হয়েছে এবং পিছনে আসা সার্পোট পাটি হিসেবে সোলেমানের অন্যান্য সঙ্গীরা আহতেদর উদ্ধারের নামে সড়ক দূঘটনার নাটক সাজিয়ে পরিকল্পিত হত্যাকান্ডটিকে ধামাচাপা দেয়ার ষড়যন্ত্র করেছে এবং তাতে প্রাথমিকভাবে সফলও হয়েছে। এবিষয়ে আসামী সোলেমানের সেই সময়ের মোবাইল ফোনের বিভিন্ন যোগাযোগের কললিস্ট ট্রাকিং করলেই সত্যতা বেড়িয়ে আসবে।

আসামীরা নিহতের পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকিধমকি দেয়ায় তারাও মামলা করেননি। তাই এবিষয়ে দীর্ঘদিন পরে হলেও বন্ধুত্বের খাতিরে আমি বাদী হয়ে মামলা করলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছেনা অথচ আইও’র সাথে আসামীদের দেখা সাÿাত ও মোবাইলে সার্বÿনিক যোগাযোগ রয়েছে। আমার বিশ্বাস আসামী এবং মামলার তদন্ত্মকারী কর্মকর্তার ফোনালাপ কললিস্ট ট্‌্র্র্যার্কিং করলেই মামলা ধামাচাপা দেয়ার চক্রান্ত্ম ও পরিকল্পনার সত্যতা পাওয়া যাবে।

নিহত বাবু’র বাবা জয়নাল আবেদীনের সাথে ফোনে কথা বললে তিনি জানান,ঘটনাটি সড়ক দূর্ঘটনা হওয়ায় আমরা এ নিয়ে কোনো আইনি ততপরতা চালাইনি।

মামলার তদন্ত্মকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো: আসাদুজ্জামান দায়িত্ব অবহেলার কথা অস্বীকার করে এবিষয়ে জানান, মামলার তদন্ত্ম অব্যাহত রয়েছে এবং স্বাÿী প্রমানের আলোকেই মামলা সংশস্নীষ্ট আসামীদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net