1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলো প্রতিবন্ধী ভিক্ষুক ফিরোজ হাওলাদার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থীর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে রাঙ্গাবালীতে বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ খুটাখালী থেকে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ আটক-১ চট্টগ্রাম-১৩ আসনে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত, চমকে জামায়াত কোন দল দেশ ও জনগণের কল্যাণে কাজ করেনি- ঈদগাঁওয়ে শহিদুল আলম বাহাদুর কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত সামাজিক অপরাধ প্রতিরোধে মসজিদে ওসির জনসচেতনতামূলক বক্তব্য ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ ও দাবি- ফেনী নদীতে বাঁধ নির্মাণ করা হবে -ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক রামগড়ে উপজেলা ও পৌর শ্রমিকলীগের সভাপতির বিএনপিতে যোগদান

প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলো প্রতিবন্ধী ভিক্ষুক ফিরোজ হাওলাদার

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৩৭ বার

ভিক্ষাবৃত্তি করে স্ত্রী সন্তানদের নিয়ে জীবন চালিয়ে যাচ্ছে শরণখোলার প্রতিবন্ধী ভিক্ষুক ফিরোজ হাওলাদার। দিন কেটেছে মানুষের অবহেলার পাত্র হয়ে, এখন আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর পাওয়ায় স্ত্রী ও ৩ সন্তানদের নিয়ে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখছেন।

মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার আওতায় আরও যে ৩৩ হাজার পরিবার নতুন ঘর পেয়েছেন; সে সব পরিবারেরই একজন প্রতিবন্ধী ভিক্ষুক ফিরোজ হাওলাদার।

আশ্রয়ণ-২ প্রকল্প থেকে জানানো হয়েছে, এবার তৃতীয় ধাপে দেশের ৪৯২টি উপজেলার অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর করে দেওয়া হচ্ছে।

আজ ২৬/৪/২০২২ ইং তারিখ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করেন।

বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের জমিসহ ঘর পেলেন পাঁচ ভূমিহীন পরিবার। মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে একযোগে এই ঘর হস্থান্তরের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।

শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত আকন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান মোঃ আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমুখ। প্রধামন্ত্রীর আনুষ্ঠানিক উদ্ধোধনের পরে পাঁচ ভূমিহীন পরিবারের হাতে জমির দলিল, নাম জারি ও খাজনার রশিদসহ ঈদের উপহার সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।

ইউএনও মোঃ নুর ই আলম সিদ্দিকী জানান, উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামে জমি ক্রয় করে পাঁচ ভুমিহীন পরিবারকে টিনশেড পাঁকা ঘর নির্মান করে দেয়া হয়েছে। এরপর তাদের পানি ও বিদ্যুতের ব্যাবস্থা করে দেয়া হবে। যাচাই-বাছাই করে যেসব ভূমিহীনকে ঘর দেয়া হয়েছে।উপকার ভোগী ওই গ্রামের মোঃ নুরুল ইসলাম ফরাজির পুত্র লোকমান হোসাই ও তার স্ত্রী মাসুমা বেগম,খেজুরবাড়িয়া গ্রামের মোঃ ইসুফ হাওলাদারের পুত্র মোঃ ফিরোজ হাওলাদার ও তার স্ত্রী মোসাঃ মাহিনুর বেগম, মোঃ হাচেন মাঝির পুত্র মোঃ হালিম মাঝি ও তার স্ত্রী মোসাঃ নুরুন্নাহার, মোঃ আবুল ফকিরের পুত্র সুজন ফকির ও তার স্ত্রী আমেনা বেগম, মোঃ মোতাহার আলী হাওলাদারের পুত্র মোঃ মহিউদ্দিন হাওলাদার ও তার স্ত্রী চম্পা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net