ব্রেইন আক্রান্ত ও শারিরীক অসুস্থ আবদুল হামিদ (৫৮) নামের একজন হকার কাপড় ব্যবসায়ী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত বৃহষ্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী বাজার থেকে তার নিজ বাড়ী সাতকানিয়া যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।
এ ঘটনায় তার বড় পুত্র হাসান উদ্দীন বাদী হয়ে চকরিয়া থানায় সাধারন ডায়রী (জিডি) করেছেন। যার নং ৬০৪ তারিখ-১৫/৪/২০২২ইং।
থানায় দায়েরকৃত জিডি সুত্রে জানা গেছে, হকার আবদুল হামিদ দীর্ঘ ৭ বছর ধরে চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে হকার (কাপড়) ব্যবসা করে আসছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইছামতি গ্রামের মৃত আজগর আলীর পুত্র।
খুটাখালী বাজারে বাড়াবাসায় থেকেই তিনি ২ ছেলে নিয়ে হকার ব্যবসা করে মাঝে মধ্যে বাড়ীতে যান।
শারিরীক অসুস্থ ও ব্রেইন সমস্যার কারনে ছেলেরা ব্যবসার দেখভাল করেন।
একপর্যায়ে বৃহস্পতিবার রাতে ছেলেদের অজান্তে তিনি খুটাখালী থেকে বাড়ীর উদ্দেশ্য বের হলেও শুক্রবার রাত পর্যন্ত তার কোন হদিস মিলেনি এবং সম্ভব্য সকল স্থানে খোঁজ করে না পাওয়ায় তার বড় ছেলে হাসান উদ্দীন চকরিয়া থানায় সাধারন ডায়রী করেন।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি, তার গায়ের রং শ্যামলা ও বেটে। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নিখোঁজ আবদুল হামিদের কোন সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা তার ছেলেদের নাম্বার জানানোর জন্য ( ০১৮৩১৪৪৩৯৩৭/০১৬৪৪২৪০৭৩৮) পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।