1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় ইবি শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের অভিযোগ হত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান কিশলয় বালিকা বিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক দিল্লির শ্রেষ্ঠ বিকল্প বিএনপি: ভূুতের মুখে রাম নাম পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত  বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি কুমিল্লা-৯ আসন লাকসাম-মনোহরগঞ্জে ধানের শীষের প্রচারে জোয়ার সৃষ্টি হয়েছে খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের জেলা প্রধান সমন্বয়ক হলেন নিজাম উদ্দিন অল্প জমিতে বড় সম্ভাবনা: নবীনগরে সুইট কর্ণ চাষে সাফল্য

কুষ্টিয়ায় ইবি শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের অভিযোগ হত্যা

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩২৫ বার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)‘র কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ মে ) রাতে কুষ্টিয়া শহরের পুলিশ লাইন্স স্কুলের পিছনে কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ মে) নূরজাহান পারভীন (৪২) নামের এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরের দিকে ওই বাসার বেড রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুরজাহান পারভিন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)‘র কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের স্ত্রী। তাদের সাইয়াম ও শ্রেয়া নামের দুই সন্তান রয়েছে।

নিহত নূর জাহান পারভিন মিনু (৪০) মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের মৃত জোবাইর হোসেনের মেয়ে।

নিহতের স্বামী নজরুল ইসলাম একই উপজেলার ভবানীপুর গ্রামের গনি বিশ্বাসের ছেলে। স্বামী – সন্তানদের সাথে পুলিশ লাইন্স স্কুলের পিছনে কমলাপুর এলাকায় অর্জন দাস আগরওয়ালা সড়কের নিজ বাড়িতে বসবাস করতেন।

নিহতের পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নুরজাহানকে। হত্যা করে আত্মহত্যা বলে চালাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। নিহতের শরীরের জখমের চিহৃ আছে বলে দাবি করেছে নুরজাহানের স্বজনেরা ।

এলাকাবাসী, নিহতের পরিবার, স্বজন ও পুলিশের দেয়া তথ্য মতে জানাযায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে প্রায় ১৭ বছর আগে নূর জাহান পারভিন মিনুর পারিবারিকভাবে বিয়ে হয়। শহরের কমলাপুরে দুইতলা বিশিষ্ট নিজের একটি বাড়িতে থাকেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বাড়ির নিচতলায় থাকতেন পরিবার নিয়ে। বিয়ের পর থেকেই মিনুকে মারধর করতেন মাদকাসক্ত স্বামী নজরুল। ছেলে-মেয়ের মুখের দিকে চেয়ে স্বামীর নির্যাতন সহ্য করে সংসার করতেন মিনু। সর্বশেষ মঙ্গলবার সকালে নুরজাহানের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। যে ঘরে তিনি আত্মহত্যা করেন সেটিতে দুটি দরাজ ছিলো। সদর দরজা বন্ধ থাকলেও পেছনের দরজাটি খোলা ছিলো বলে জানিয়েছে পুলিশ ।

সকালে নুরজাহানের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ । সেখানে লাশের ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের লোকজনের কাছে মহদেহ হস্তান্তর করা হয়। পরে নুরজাহানের মহদেহ মেহেরপুর জেলার গাংণী উপজেলার মিনাপাড়ায় নিয়ে যায়।

নিহতের সন্তানরা জানান, প্রায়ই আব্বু আম্মুকে মারধর করতো। গত পরশুদিনও ক্রিকেট খেলার ব্যাট দিয়ে বেদম মারপিট করে তাদের মা নুরজাহানকে।

নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বলেন,‘ বিয়ের পর থেকে তার বোন নুরজাহানকেকে মারধর করে আসছিলো দুলাভাই নজরুল ইসলাম । কয়েকদিন আগেও আপাকে বেদম মারপিট করা হয়। সোমবার দুপুরের দিক থেকে ঘরের দরজা বন্ধ ছিল। তাকে ডেকে পাওয়া যাচ্ছিল না। রাত ৮টার দিকে দরজা ভেঙে দেখি মেঝেতে তার মরদেহ পড়ে আছে। ওই ঘরের দুটি দরজা রয়েছে। নজরুল আমার বোনকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য ওই ঘরের ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে রাখা হয়। আমার বোনকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় মারধরের দাগ রয়েছে। নুরজাহানকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তিনি । এ ঘটনায় পরিবার থেকে মামলা করা হবে বলেও তিনি জানান ।

তিনি আরও বলেন, নজরুল একজন মাদকাসক্ত। আমি আমার বোনের হত্যাকারীর নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই।

এ বিষয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আলমগীর হোসেন বলেন, গতকাল আড়াইটার দিকে ঘরে দরজা দিয়ে রাখছিল। এ রকম মাঝে মাঝে দরজা বন্ধ করে রাখেন। পরে রাত ১০টার দিকে দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীর পরিবারের দাবি পরিকল্পিত হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম বলেন,‘ নুরজাহানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দেওয়া হয়েছে। তার শরীরে নানা স্থানে জখম ছিলো। ময়না তদন্ত রিপোর্ট আসার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন,‘ প্রাথমিক ভাবে মনে হচ্ছে পারিবারিক কলোহ থেকে আত্মহত্যা করেছে। তারপরও আমরা তদন্ত করে দেখছি। পরিবার থেকে অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। নিহত নূর জাহান পারভিন মিনুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা থানায় জমা দেয়নি। মামলা হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই সেই মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হবে।

এদিকে স্ত্রীর মরদেহ পাওয়ার পর থেকে নজরুল ইসলামের গা ঢাকা দিয়েছেন। তার ফোনে রিং দিলেও তা বন্ধ পাওয়া গেছে। তবে একাধিক সুত্র জানিয়েছে, শিক্ষক নজরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলে আসছিলো।কুষ্টিয়ায় ইবি শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের অভিযোগ হত্যা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net