1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁ সরকারি জমি দখলমুক্তের দাবি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ চাকসুতেও ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্র শিবিরের জয়, এজিএস ছাত্রদলের দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

নওগাঁ সরকারি জমি দখলমুক্তের দাবি

জেলা বার্তা পরিবেশক,নওগাঁ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৫৫ বার

নওগাঁ সদর উপজেলার দেবীপুর এলাকায় খাস জমির ওপর জনগণের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। সরকারি জমি দখলমুক্ত করার দাবিতে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট দপ্তরে এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি লিখিতভাবে আবেদন জানিয়েছেন।

গত মঙ্গলবার(২৪মে) করা লিখিত ওই আবেদন সূত্রে জানা যায়, দেবীপুর গ্রামের তিন রাস্তার মোড়ের কাছে বোয়ালিয়া-দেবীপুর সড়কের পাশে দেবীপুর গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তির দান করা ৭ শতক জমির ওপর গত ফেব্রুয়ারি মাসে একটি মসজিদ নির্মাণ করা হয়। মসজিদের পূর্ব পাশে ৪ শতক সরকারি জমি রয়েছে। ৩৭৩ নম্বর দাগের ওই জমি জমির খতিয়ানে জনগণের যাতায়াতের জন্য সরকারি ডহর (রাস্তা) নামে উল্লেখ রয়েছে। নতুন মসজিদ নির্মাণের পর এলাকার মুসল্লীরা মসজিদে যাওয়ার জন্য ওই জমিতে মাটি ফেলে উঁচু করে রাস্তা ব্যবহার করতে চাইলে দেবীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক ওই জমি তাঁর ব্যক্তি মালিকানাধীন বলে গ্রামবাসীকে বাধা দেন এবং গ্রামবাসীর ওপর চড়াও হয়ে নানা ধরণের হুমকি-ধামকি দেন। সরকারি জমি দখলমুক্ত করা ও অবৈধভাবে ভোগদখল করার জন্য আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সরকারি জমি দখলে বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ৩৭৩ নম্বর দাগের যে চার শতক জমি সরকারি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে ওই জমি আমার ব্যক্তি মালিকানাধীন। ক্রয়সূত্রে আমি ওই জমির মালিক। অভিযোগ যেহেতু হয়েছে ভূমি অফিসের লোকজন অবশ্যই কাগজপত্র দেখবেন। কাগজপত্র দেখলেই প্রকৃত সত্যতা বের হয়ে আসবে।

স্থানীয় তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, মসজিদের পূর্ব পাশে ৪ শতক সরকারি জমি রয়েছে। ৩৭৩ নম্বর দাগের ওই জমি জমির খতিয়ানে জনগণের যাতায়াতের জন্য সরকারি ডহর (রাস্তা) নামে উল্লেখ রয়েছে। এবিষয়টি নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। সরকারি এই জমি আব্দুর রাজ্জাক অবৈধভাবে ভোগদখল করে রেখেছে। মানুষ চলাচলের এই রাস্তাটি দ্রুত দখলমুক্ত করতে পরিষদের পক্ষ থেকে যাকিছু করা দরকার আমি তাই করবো।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বলেন, সরকারি জমি দখলমুক্তের আবেদনের বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট তহশিলদারকে ইতোমধ্যে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে বিবদমান জমিটি খাস হিসেবে প্রমাণিত হলে অবশ্যই সেটি দখলমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net