শনিবার ( ১৪ মে) দুপুরে ছদাহা চারা বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । নিহতের নাম আয়শা বেগম (৫৫)। তিনি দক্ষিণ ঢেমশা এলাকার আহমদ হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে সেখান থেকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে ধাক্কা দেয়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।