খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ১নং মানিকছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড, ওয়ার্কছড়ি। ৭২জন অনাথতের একটি অনাথ আশ্রম। এক ভান্তের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই অনাথ আশ্রম, সুজাতা অনাথালয়।
কোন প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই কিছু অনুদানে এখানে থাকা-খাওয়া-পড়াশোনা করছে বর্তমানে ৭২ জন ছেলে-মেয় অনাথ শিশু। দুইবেলা খাবার খেতে পায়, সকাল ৮টায় আর বিকেল ৪টায়।
আজ১৬মে সমবার কি খেয়েছে জানতে চাওয়ায় জানালো, ভাত আর আলু। বাহিরে বৃষ্টি পরার সাথে সাথে ৭২জন অনাথের থাকার ঘরটিও বিজে যায় বৃষ্টির পানিতে। চারদির ভাংগাবেড়া, উপরে পুরান টিন মাঝখান আকাশ দেখা যায় এমন একটি ঘরে তাদের বসবাস।
খুব কষ্টে বড় হলঘরের মতো একটা জায়গায় মাটিতে রাত্রিযাপন করা হয় ৭২জন ছেলে-মেয়ে অনাথের। ছেলেরা একটি ঘরে, মেয়েরা আরেক ঘরে জীবন যাপন করেন। জাদের পৃথিবীতে কেউ নাই আজ তাদের মাথা গোজার ঠাই নাই।
এতো কষ্টের মধ্যেও মুখে অমলিন হাসি সবার, সবাই স্কুলে যায়। ভালো লেখাপড়া করে।
আজ ১৬ মে সমবার মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী অনাথ আশ্রয়টি পরিদর্শন করে বলেন এই প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক সাহায্য, সরকারী বা বেসরকারী, উপজেলা প্রশাসনের সাথে সাথে প্রয়োজন সমাজের বিত্তবান,আগ্রহী সকল মানুষের সহযোগিতা। তিনি আরো বলেন সকলের সাহায্যে একজন অনাথ/এতিমের মুখে হাসি ফুটবে।
মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ব্যক্তিগত কিছু অর্থও প্রদান করেন।