1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে অতিরিক্ত মদপানে তরুণীর মৃত্যু, ২ বন্ধু আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকাস্থ সুবিদপুর কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাবেক এমপি মমতাজ গ্রেফতার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব চন্দনাইশে দাবদাহ ঘন ঘন লোডশেডিং অতিষ্ট সাধারণ মানুষ মাগুরায় আওয়ামী লীগ এর সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জামায়াতের শুকরানা মিছিল চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক এলাকার বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা আবুল বশর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন) মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি জামায়াতের নিবন্ধন প্রশ্নে আপিল শুনানি কাল নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম মমতাময়ী মা

কক্সবাজারে অতিরিক্ত মদপানে তরুণীর মৃত্যু, ২ বন্ধু আটক

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২১৯ বার

কক্সবাজারে বেড়াতে আসা লাবণী আকতার (১৯) নামের এক পর্যটক তরুনী অতিরিক্ত মদ্যপানে মারা গেছেন।

বুধবার (১৮ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন এই তরুণী।

পুলিশ বলছে, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ায় গত ৪ দিন আগে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই তরুণীর ২ বন্ধুকে আটক করেছে পুলিশ।

লাবণী আকতার ঢাকার যাত্রাবাড়ি বসবাসকারি বরগুনার মনির হোসেনের মেয়ে।

এ ঘটনায় আটককৃতরা হলেন, ঢাকা যাত্রীবাড়ি এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, গত ১১ মে ৪ বন্ধু সহ ওই তরুণী কক্সবাজার বেড়াতে আসেন। তারা কলাতলীর বীচ হলি ডে নামের একটি আবাসিক হোটেল অবস্থান নেন। সেখানে ১৪ মে অসুস্থ হলে তরুনী লাবনী আকতারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তরুণীকে আইসিইউতে হস্তান্তর করা হয়।

এসময় তার সঙ্গে আসা ৪ জনের মধ্যে ২ জন স্বীকার করেন তারা অতিরিক্ত মদ্যপান করেছিল। এ ঘটনায় ২ জনকে আটক করা হলেও অপর ২ জন পালিয়ে যায়।

তিনি আরও জানান, গত ৪ দিন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন থাকার পর বুধবার সাড়ে ১২টায় তরুণী মৃত্যু হয়।

ইতোমধ্যে তরুনীর পিতা সহ অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন। এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসি তদন্ত আরও জানান, আটক ২ জনকে এ ঘটনায় ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারা হেফাজতে রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net