1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

মাগুরায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সেমিনার অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২১৪ বার

মাগুরার শ্রীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৩ জুলাই রোববার সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসির উদ্দিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, শ্রীপুর সরকারী কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার কাজী নাজমুস সাকিব, আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারি, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম টোকন, সাংবাদিক মহসিন মোল্যাসহ আরো অন্যরা।

সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, মসজিদের ইমাম, সাংবাদিক, গ্রাম পুলিশসহ সুশীল সমাজের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net