1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুর গ্রীন লাইফ হাসপাতালে অপারেশনের পর রোগীনীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ জুন ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা কমিশন হলেই শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে না: শিক্ষা উপদেষ্টা বিদেশে এস আলম ও তার স্ত্রীর সম্পদ জব্দের আদেশ আমীরে জামায়াতের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক নকলায় মাসিক আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরায় উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির  উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত চৌদ্দগ্রামের গুনবতীতে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ফিফা সভাপতিকে তাবিথ আউয়ালের জার্সি উপহার শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের থানা কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসনের অভিযোগ  একনেকে ৮৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

সৈয়দপুর গ্রীন লাইফ হাসপাতালে অপারেশনের পর রোগীনীর মৃত্যু

সাড়ে তিন লাখ টাকায় রফাদফা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫২ বার

মো:জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে অপারেশন করার পর দুই সন্তানের জননী এক রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনা ধামাচাপা দিতে সাড়ে তিন লাখ টাকায় রোগীর পরিবারকে ম্যানেজের মাধ্যমে রফাদফা করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে শহরের শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত  গ্রীণ লাইফ ল্যাব এন্ড হসপিটালে এই ঘটনা ঘটেছে। মৃত রোগীর নাম সোগরা (২৮) বেগম। তিনি সৈয়দপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বাঁশবাড়ী আমিন মোড় এলাকার বাসিন্দা মো. আরিফ হোসেনের স্ত্রী।

জানা যায়, মৃত সোগরা বেগম ৪৫ দিনের গর্ভবতী। প্রসাবের রাস্তায় ইনফেকশনের কারণে অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার রাত ৮ টায় গ্রীণ লাইফ হাসপাতালে নেয়া হলে কর্তৃপক্ষ তাঁকে ভর্তি নেয়। পরে গাইনী চিকিৎসক ডা. ওয়াজেরা সিফাত জাহান শান্ত রোগীকে দেখে দ্রুত অপারেশন করার পরামর্শ দেন। সে অনুযায়ী ওই রাতেই ১১ টার দিকে ডা. ওয়াজেরা নিজেই অপারেশন করেন।

এরপর রাত ৩ টার দিকে রোগী মারা যায়। তখন লাশ সরিয়ে ফেলতে দ্রুত নিজেদের এম্বুলেন্সে করেই রংপুরে নেয়ার উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু রোগীর পরিবারের লোকজনের বাধায় ব্যর্থ হয়ে পাশেই সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানান রোগী অনেক আগেই মারা গেছেন।

এতে রোগীর লোকজন ক্ষিপ্ত হলে কৌশলে তাদের ম্যানেজ করে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। রফাদফা হওয়ায় রোগীর স্বজনরাও সকাল হওয়ার আগেই লাশ বাড়িতে নিয়ে যায়। কিন্তু ঘটনাটি জানাজানি হয়ে যায়। ফলে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এব্যাপারে মৃত সোগরার স্বামী আরিফ প্রথমে কিছু বলতে নারাজ হলেও পরে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যে যাওয়ার সে তো চলেই গেছে। তাকে তো আর ফিরে পাবোনা। এখন ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধরে কি হবে। তারা ক্ষতিপূরণ দিয়েছে। তাই দিয়ে সোগরার রেখে যাওয়া দুই সন্তানের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এতে সে শান্তি পাবে।

ঘটনার পর থেকে অপারেশনকারী চিকিৎসক ডা. ওয়াজেরা সিফাত জাহান শান্ত পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। এজন্য এ বিষয়ে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষও তার কোন খোঁজ দিতে পারেননি। এমনকি যোগাযোগের জন্য ঠিকানা দেয়নি এবং মোবাইল নম্বর দিতেও গড়িমসি করেছে।

সৈয়দপুর গ্রীণ লাইফ ল্যাব এন্ড হসপিটালের ম্যানেজার শাহিনুর ইসলাম রোগী মৃত্যুর ঘটনা নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। শুধু বলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এমডি নাজমুল হুদা জুয়েল নওগাঁয় আছেন। তিনি আসলে তার কাছ থেকেই সব জেনে নিয়েন। পরিচালকের মোবাইল নম্বর দিতেও মিডিয়াকে অসহযোগিতা করেন।

পরে নাজমুল হুদা জুয়েলের মুঠোফোন নম্বর সংগ্রহ করে কথা হলে তিনি বলেন, রোগীর অবস্থা খুবই ক্রিটিকাল ছিল। আমরা অপারেশন না করলেও রোগী মারা যেত। তাও আমরা চেষ্টা করেছি তাঁকে বাঁচানোর। মারা যাওয়ায় পরিবারকে ক্ষতিপূরণও দিয়েছি। এরপর তো আর কারো কোন অভিযোগ থাকার কথা নয়। তবুও যেহেতু আপনারা মিডিয়ার লোক আগামীকাল সন্ধায় এনিয়ে বসে চা চক্রে আলাপ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net