1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডাকসুর তফসিল ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

ডাকসুর তফসিল ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক চূড়ান্ত সভায় এ ঘোষণা দেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।

এই অধিবেশনে উপস্থিত ছিলেন-নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট ও ডিনস কমিটি এবং সকল প্রধান রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ‘আজ তফসিল ঘোষণা করছি না। নির্ধারিত দিনে তফসিল ঘোষণার সাথেই নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানানো হবে।’

ছাত্রসংগঠনগুলোর দাবি অনুযায়ী এবার নির্বাচনের ভোটগ্রহণ হবে হলের বাইরে, নিরপেক্ষ ছয়টি কেন্দ্রে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেশিরভাগ অংশীজন।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিয়ে মতানৈক্য

সভায় উল্লেখ করা হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে, তারা ভোটার বা প্রার্থী হতে পারবেন না। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিরূপ প্রতিক্রিয়া এসেছে শিক্ষার্থীদের একাংশের পক্ষ থেকে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিগ্যাল মতামত অনুযায়ী, ডাকসু সংবিধানের ৪(খ) ও ১৪(ক) ধারা সংশোধনের ক্ষমতা সিন্ডিকেটের থাকলেও প্রশাসনিক আইন অনুযায়ী মাস্টার্স শেষ করা শিক্ষার্থীদের ‘নিয়মিত শিক্ষার্থী’ হিসেবে গণ্য করার এখতিয়ার নেই।

নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া তথ্যমতে, নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সভায় জানানো হয়, বর্তমানে ক্যাম্পাসে ১৮২টি সিসিটিভি ক্যামেরা চালু রয়েছে, যার মধ্যে গত জুন মাসেই নতুন করে ৫০টি যুক্ত হয়েছে।

এছাড়া প্রক্টরিয়াল টিমের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ জন, যারা ২৪/৭ ভিত্তিতে ক্যাম্পাসে তৎপর থাকবে।

সেনাবাহিনীর সহযোগিতায় ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে মেয়েদের হলসমূহের সামনে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে।

ছাত্র রাজনীতির সহিংসতা রোধে প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সভায় জানানো হয়, তথ্যানুসন্ধান কমিটির মাধ্যমে এখন পর্যন্ত ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শাহবাগ থানায় দায়ের করা ২টি মামলায় তিন শতাধিক অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে।

এছাড়া অভিযোগ জমা দেওয়ার মেয়াদও ২৫ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

অধিবেশনের এক পর্যায়ে প্রশ্ন তোলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তিনি বলেন, ‘যে সংগঠন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, তারা কি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে?’

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি গনঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ঘটে যাওয়া বেশ কিছু সহিংস ঘটনারও তদন্ত ও বিচার দাবি করেন।

অন্যদিকে অধিবেশনে ডাকসু নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণার দাবি তোলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। সভায় তিনি বলেন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ একটি অনির্দিষ্ট সময়। প্রশাসন যেন কালক্ষেপণ না করে নির্দিষ্ট এবং স্পষ্ট দিন-তারিখ ঘোষণা করে।’

ডাকসু নির্বাচন: কারা ভোটার ও নির্বাচন করতে পারবেন জানাল নির্বাচন কমিশনডাকসু নির্বাচন: কারা ভোটার ও নির্বাচন করতে পারবেন জানাল নির্বাচন কমিশন

ভোটকেন্দ্র হবে ছয়টি

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ছয়টি কেন্দ্রে, যার মধ্যে প্রথমবারের মতো হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপন করা হচ্ছে।

ছয়টি ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট হলসমূহ

১. কার্জন হল (পরীক্ষার হল): এখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবে।

২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের কেন্দ্র।

৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের জন্য।

৪ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র।

৫. সিনেট ভবন (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল, বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র

৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ; সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র।

ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ভোটার তালিকা প্রস্তুত, প্রার্থিতার যোগ্যতা, নিরাপত্তা এবং রাজনৈতিক সহনশীলতা পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net