1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহান বিজয় দিবস আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব)এর শ্রদ্ধা নিবেদন চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম এর কমিটি গঠন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে নবীনগরে আলোচনা সভা ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড করবেন আশিক চৌধুরী ওসমান হাদীর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে চৌদ্দগ্রামে এনসিপি’র মানববন্ধন চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপি’র ওয়ার্ড সেক্রেটারি সহ বহু নেতাকর্মীর জামায়াতে যোগদান হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত

ইব্রাহীম খলিল
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে ব্যতিক্রমধর্মী এক উদ্বুদ্ধকরণ কর্মসূচি “আমিও পারবো” অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে স্থানীয় শিক্ষা উন্নয়নমূলক সংগঠন “আমরা মেধা বিকাশে কাজ করি” এর আয়োজনে ও নবীনগর পৌরসভার পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান ও নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক সামসুন্নাহার বেগম, মো. শামীম ও নূর মোহাম্মদ সিকদার।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পরীক্ষাভীতি দূর করে আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি উৎসাহ, অনুপ্রেরণা ও সহমর্মিতা খুবই প্রয়োজন।”

প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “শিক্ষা শুধু জ্ঞানের বাহক নয়, সমাজের অগ্রযাত্রা গড়ে তোলার চালিকা শক্তি।” তিনি আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

আয়োজক সংগঠনের আহ্বায়ক এটিএম রেজাউল করিম সবুজ জানান, “এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে একাধিক সেবা টিম। যারা পরীক্ষার আগমুহূর্তে শিক্ষার্থীদের মানসিক সহায়তা, পাঠ সহায়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করবে।”

উপজেলার ২১টি ইউনিয়নের ১০১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net