কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন ৫নং শুভপুর ইউনিয়নের সকল স্কুল ও মাদরাসার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মাসিক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২২ নভেম্বর শনিবার সকালে ইউনিয়নের ধনিজকরা আল ফালাহ শিক্ষা কমপ্লেক্স মিলনায়তনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজ সেবক এ এইচ এন এম শফিকুর রহমান এর সার্বিক সহায়তায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল মাদানী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা মোঃ নুরুল হক, সংগঠনের সহ-সভাপতি মাওলানা মোঃ আবু নাছের, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ওমর ফারুক।
এসময় বক্তব্য রাখেন গোবিন্দপুর দাখিল মাদরাসার শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, গাছবাড়িয়া মাদরাসার শিক্ষক মাওলানা ওসমান গণি রাকিব, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মাইন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী সমাজ কল্যান পরিষদের নির্বাহী সদস্য নুর মোহাম্মদ, মোঃ নুরুল ইসলাম, নুরুল ইসলাম দুলাল, মাওলানা জামাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ব্যতিক্রমী শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে শুভপুর ইউনিয়নের ৪টি উচ্চ বিদ্যালয় এবং ৬টি মাদরাসার প্রতিটি প্রতিষ্ঠান থেকে ২জন করে গরীব ও মেধাবী ২০জন শিক্ষার্থীকে মাসিক ৫০০ শত টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। যা চৌদ্দগ্রাম উপজেলায় কোন প্রতিষ্ঠান থেকে একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃপক্ষ।
এসময় বক্তারা বলেন, আগামীদিনে আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে অবহেলিত শুভপুর ইউনিয়নকে সুশৃংখল ও সুসংগঠিত করা, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা, সমাজের শিক্ষার মানোন্নয়ন, মাদক ও ইভটিজিং বন্ধ করা, বাল্য বিবাহ রোধ সহ সমাজ ব্যবস্থার আমুল পরিবর্তন করে এই শুভপুর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত মডেল ইউনিয়নে রূপান্তরিত করাই এই সংগঠনের মুল লক্ষ্য।
তাই আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সচেতন মহলকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো। তাহলেই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গঠনের মুল উদ্দেশ্য বাস্তবায়ন হবে।
আলোচনা শেষে ইউনিয়নের ২০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তির নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
পরিশেষে সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ওমর ফারুক।