1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে বখাটেদের বেপরোয়া দৌরাত্ম্য: ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষককে মারধর, এলাকাজুড়ে ক্ষোভ  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় অভিযান: মালয়েশিয়াগামী ৮ জন উদ্ধার, আটক ৪ চন্দনাইশে নাশকতা এড়াতে সড়কে বিএনপি ও এলডিপির অবস্থান কর্মসূচি চন্দনাইশ সাতবাড়িয়াতে আগুনে ৪ বসতঘর পুড়ে ছাই টেকনাফে বখাটেদের বেপরোয়া দৌরাত্ম্য: ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষককে মারধর, এলাকাজুড়ে ক্ষোভ  চন্দনাইশ সাবেক উপজেলা চেয়ারম্যান বিমানবন্দর থেকে গ্রেফতার চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা চন্দনাইশে সড়ক বিভাগের উদ্যোগে মোটরসাইকেল আরোহীদের মাঝে হেলমেট বিতরণ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড শেখ হাসিনার মৃত্যুদণ্ড

টেকনাফে বখাটেদের বেপরোয়া দৌরাত্ম্য: ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষককে মারধর, এলাকাজুড়ে ক্ষোভ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১ বার

টেকনাফের সামগ্রিক পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। মাদক সংশ্লিষ্ট বখাটে যুবকদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে স্কুলগেইটে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করাও এখন তাদের কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। মঙ্গলবার দুপুরে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে তেমনই এক ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেয় দুর্বৃত্তরা।

 

স্কুল ছুটির সময় গেইটের সামনে অবস্থান নিয়ে বাইকযোগে কয়েকজন বখাটে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি লক্ষ্য করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রিপন কুমার প্রামাণিক এগিয়ে এসে প্রতিবাদ জানান। এসময় উত্ত্যক্তকারী যুবকেরা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের ভেতরেই তাঁর ওপর হামলা চালায়। শিক্ষক রিপনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত এলাকা ত্যাগ করে তারা।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষক–শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে টেকনাফের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন। তাদের অভিযোগ—মাদকসংশ্লিষ্ট একটি অসামাজিক চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অরাজকতা সৃষ্টি করে চললেও কার্যকর পদক্ষেপের অভাবের সুযোগে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

 

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “একজন শিক্ষককে স্কুল প্রাঙ্গণে হামলার শিকার হতে হওয়া অত্যন্ত লজ্জাজনক। শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখা সবারই দায়িত্ব। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া জরুরি।”

 

এদিকে স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।

 

এ ঘটনায় সার্বিকভাবে টেকনাফজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে। এলাকাবাসীর দাবি, শিক্ষক–শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে এমন পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net