স্টাফ রিপোর্টার, বাগেরহাট। খ.ম. নাজাকাত হোসেন সবুজ।
ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নে উজ্জল কুমার তরফদার (২৬) নামের এক ছাত্রলীগ নেতা পানিতে ডুবে মুত্যু বরন করেছেন। মঙ্গলবার রাতে তেকাটিয়া গ্রামে এঘটনা ঘটে। সে উক্ত গ্রামের মূতঃ সুনীল তরফদারের পুত্র।
স্থানীয়রা জানান, তেকাটিয়া গ্রামের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল কুমার তরফদার নিজ বাড়ির পাশে র্একটি গভীর ডোবায় পড়ে মারা যায়। পরে স্থানীয়রা তাকে মূত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ সহ বিভিন্ন ব্যাক্তিরা তার বাড়িতে ছুটে যান এবং শোকাহত পরিবারকে সান্তনা প্রদান করেন। বুধবার দুপুরে তেকাটিয়া মহাশ্নশানে তার সৎ কার্যাদী সম্পন্ন হয়েছে।