গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসান। আজ শুক্রবার সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্টে নিহত পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার আখতারুজ্জামান ভূঁইয়া, সহকারী রেজিস্ট্রার মিটফুল ইসলাম, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভূঁইয়া টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাকিব হাসান তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।# ১১.০৯.২০২০।
সাবেত আহমেদ
গোপালগঞ্জ
০১৭১৬১০০৮৪৬।