সিনিয়র সহকারী সচিব থেকে পদায়ন হয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার হলেন চট্টগ্রামের ফটিকছড়ির আরফাতুল আলম। ৮ মে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। আরফাত উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের আবু তাহেরের পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ও ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের মেধাবী ও দক্ষ এই কর্মকর্তা খুলনা পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনারের কৃত্বিতের সাথে দায়িত্ব পালন করছেন।