চট্টগ্রামের সাতকানিয়ায় সারা দেশের ন্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা আলোকে অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম মনিটরিং এর অংশ হিসেবে রবিবার (৫ জুন) উপজেলার কাঞ্চনা, বাজালিয়া এবং কেরানীহাটে অভিযান পরিচালনা করে বাজালিয়ার সেবা ডায়াগনস্টিক সেন্টার এন্ড নরমাল ডেলিভারী হোম ও কেরানীহাট বাজারের সাজেদা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার কে সিলগালা করা হয়।
এবং কাঞ্চনার ফুলতলার হেলথ ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারকে বন্ধের নির্দেশ দেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাগ আইন ১৯৪০ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় কেরানীহাট বাজারের গারাংগিয়া শাহ মজিদিয়া ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং মা মেডিকো ফার্মেসী কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধসমূহ ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। অভিযানের সময় সহযোগিতায় ছিলেন ডাঃ কে এম আবদুল-আল-মামুন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, সাতকানিয়া ও ছরওয়ার কামাল, স্যানিটারী ইন্সপেক্টর, সাতকানিয়া, চট্টগ্রাম সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।