গিয়াসউদ্দিন (পটিয়া,চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়ায় পৌর সদরের বিসিক শিল্প নগরী এলাকায় সিলিন্ডার থেকে গ্যাস চুরির অভিযোগে কারণে পটিয়ায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ জুলাই) বিকেলে ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেট পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইনামুল হাছান অবৈধ গ্যাস রিফুলিং করার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেন।
জানা গেছে, গ্যাস চুরির অভিযোগে তিনজনকে ভ্রাম্যমান আদালত আটক করেছে। আটককৃতরা হলেন- চন্দনাইশ উপজেলার মো. দুলু মিয়ার পুত্র আয়ুব খান (২৫), মো. নাছিরের পুত্র মো. ইদ্রিস (২৪) ও হাশিমপুর এলাকার আবদুর রশিদের পুত্র মো. শহীদ (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া পৌর সদরের বিসিক শিল্প নগরী এলাকায় চন্দনাইশ উপজেলার ফরহাদুল ইসলাম নামের একব্যক্তি দীর্ঘদিন ধরে গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে আসছিল। পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইনামুল হাছান গ্যাস জালিয়াতির কারণে এক লাখ টাকা জরিমানা করেছেন।
এবিষয়ে পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইনামুল হাছান জানান,গ্যাস চুরির একটি কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস রিফুলিং হচ্ছে। যার প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হাতেনাতে তিন শ্রমিককে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে কারখানার কিছু মালামালও জব্দ করা হয়। দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।