1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে নিহত এক, আটক ৪ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক চৌদ্দগ্রামে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সেনাবাহিনীর সন্তোষ প্রকাশ সৈয়দপুরে পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে চাল ও মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান মাগুরায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে  আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়  শ্রীপুরের ইউএনও রাখী ব্যানার্জী জন্ম ও মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে প্রথম জমি নিয়ে ভুয়া মামলা প্রত্যাহার চায় অসহায় পরিবারটি ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আদালতে আরও একটি মামলা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করণের দাবিতে আলোচনা সভা খাগড়াছড়ির পানছড়ির দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সুধীজনের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে বলেন,জনগণের হয়ে কাজ করতে চাই—-জেলা প্রশাসক

নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে নিহত এক, আটক ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৫৪৬ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ইজ্জত আলী (৩৬) নামে এক জুয়ারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) ভোরে নারায়নখোলা গ্রামের চরবসন্তী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ইজ্জত আলী চরবসন্তী পশ্চিমপাড়া এলাকার আব্দুছ সালামের ছেলে ও মৌসুমী ফল বিক্রেতা।
এব্যাপারে নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে ৮ জনকে আসামী করে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। আসামীদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে নকলা থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- চরবসন্তী পশ্চিমপাড়া এলাকার আব্দুল কাশেমের ছেলে সোহাগ মিয়া (২৭), কালাম মিয়ার ছেলে মাজু মিয়া (২৬), মৃত হযরত আলীর ছেলে হাসেম আলী (৩০) ও চরবসন্তী পূর্বপাড়া মৃত আব্দুল খালেকের ছেলে নূর ইসলাম।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ইজ্জত আলী মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে বুধবার ভোরে চরবসন্তী পশ্চিমপাড়া এলাকার কালাম মিয়ার ছেলে মাজু মিয়া (২৬) ও একই এলাকার মৃত হযরত আলীর ছেলে হাসেম আলী (৩০) ইজ্জত আলীকে গুরুতর আহত অবস্থায় তার বাড়িতে রেখে কৌশলে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ইজ্জত আলী মারা যায়।
জানা গেছে, মঙ্গলবার রাতে ইজ্জত আলীসহ কয়েকজন মিলে জুয়া খেলার আসরে বসে। খেলার একপর্যায়ে ইজ্জত আলী জুয়ার আসর থেকে ওঠে আসতে চাইলে অন্যান্য জুয়ারীরা তাকে আসতে বাধা দেয় ও তর্কবিতর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে ৪/৫ মিলে এলোপাথারি মারধর করায় ইজ্জত আলী গুরুতর আহত হয়ে পড়ে। পরে হাসেম ও মাজু মিয়া ইজ্জত আলীকে তার বাড়িতে পৌঁছে দিয়ে পালিয়ে যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ৪জন আসামীকে গ্রেফতার করে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে । অন্যান্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম