1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নও মুসলিম ইমাম হত্যার বিচারের দাবীতে রামগড়ে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

নও মুসলিম ইমাম হত্যার বিচারের দাবীতে রামগড়ে মানববন্ধন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪৩২ বার

বান্দরবানের রোয়াংছড়িতে আলোচিত নওমুসলিম ইমাম মো: ওমর ফারুককে পাহাড়ী সন্ত্রাসীরা গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন করেছে ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ এবং ইসলামী আন্দোলন রামগড় শাখা।

বৃহস্পতিবার সকালে রামগড় বাজারে ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা আল্লামা মুফতী মীর হুসাইন এর সভাপতিত্বে আয়োজীত মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও বিচার দাবী করে ৯ দফা দাবী উত্থাপন করেছে আলেম ওলামা সহ স্থানীয়রা।

ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় শাখার প্রচার সম্পাদক আব্দুল হান্নান মানসুর এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার ফারুক, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, রামগড় গনিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই নিজামী, ক্বওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা ক্বারী নুর হুসাইন, সংগঠনটির খাগড়াছড়ি জেলা যুগ্ন সম্পাদক শহিদ উল্যাহ, রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক, ইসলামী আন্দোলনের রামগড় শাখার সভাপতি মোহাম্মদ নুর হোসাইন, মাওলানা দেলোয়ার, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন,মো: জুনাইদ বিন সাঈদ, মাওলানা এরশাদ উল্যাহ, মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা তরিকুল ইসলাম সহ প্রমুখ।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও সংগঠনের আলেম-মাওলানা সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষ একাত্মতা প্রকাশ করে অংশ নেয় ।

উল্লেখ্য গত ১৮ জুন রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের তুলাছড়ি আগাপাড়া এলাকায় এশারের নামাজ শেষে মসজিদের সামনে পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা ত্রিপুরা থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী নওমুসলিম মো.ওমর ফারুককে গুলি করে হত্যা করে। হত্যাকান্ডের পরপরই সন্ত্রাসীদের শাস্তি দাবী করে প্রতিবাদ জানিয়ে আসছে পাহাড়ে বসবাসকারী স্থানীয়রাসহ দেশ বিদেশের বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net