1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধঃ বিপাকে কয়েকটি পরিবার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ মে ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুবিধা বঞ্চিত জনগণের পাশে থেকেই ইসমত আরার মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল আবাসিক শিক্ষার্থীরা কুবির শেখ হাসিনা হলের নতুন প্রাধ্যক্ষ বাংলাদেশের দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মুজিব উল্ল্যাহ্ তুষার পূর্বাঞ্চলের রেলের যন্ত্রাংশ চুরিতে জড়িয়ে পড়ছে আরএনবি’র সদস্যরা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খামারের ১৬০ টি বাক্সের মৌমাছি মেরে ফেলার অভিযোগ রামগড়ে ঝড় ও বজ্রপাতের তান্ডবে গবাদিপশুসহ খামারির মৃত্যু চাঁদার টাকা না দেওয়ায় অপহরণ করে নির্যাতন, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শিক্ষক সমিতি রাউজান উপজেলা( উত্তর) শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জুয়া খেলায় হেরে যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১ যুবক !

শ্রীনগরে বেড়া দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধঃ বিপাকে কয়েকটি পরিবার

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৬৩ বার

শ্রীনগরে বেড়া দিয়ে যাতায়াতের একটি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রায় ২৫টি পরিবার তাদের প্রাত্যহিক চলাচল নিয়ে বিপাকে পরেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামে।

গতকাল শনিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, ওই এলাকার বাবুল শেখ ও স্বপন শেখের সাথে বাড়ি নিয়ে বিরোধ চলছিল। বাবুল শেখ কয়েকদিন আগে বিরোধপূর্ণ বাড়িতে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে গেলে স্বপন শেখ শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেয়াল নির্মাণ বন্ধ করে দেয়। পরে আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব খানের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

কোন সিদ্ধান্ত ছাড়াই সালিশ শেষ হলেও চেয়ারম্যান অজ্ঞাত কারণে দুই পক্ষের আপোষনামা থানায় জমা দেন। বিষয়টি জানতে পেরে অভিযোগের বাদী থানায় যোগাযোগ করেন এবং তিনি কোন আপোষনামা দেননি বলে জানান। এঘটনায় পুলিশ দুই পক্ষকে থানায় আসতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল শেখ বেড়া দিয়ে রাস্তাটি আটকে দেয়। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় ওই এলকার প্রায় ২৫টি পরিবার বিপাকে পরে। কোমড় পর্যন্ত পানি ভেঙ্গে তাদের চলাচল করতে হচ্ছে বলে জানান বৃদ্ধা আছিয়া বেগম(৭০)।

আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী খান বলেন, বাবুল শেখ আমাকে ভুল বুঝিয়ে একটি মিমাংসা পত্র নিয়ে গেছেন। রাস্তায় বেড়া দেওয়ার বিষয়টি আমার জানা নেই।

এ ব্যাপারে বাবুল শেখ বলেন, স্বপন শেখ তার জায়গায় ভবন করেছে। এখন আমাকে চলাচলের রাস্তা দিলে আমিও রাস্তা দিব।

অভিযোগটির তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এএসআই আকরাম বলেন, বিবাদী এসে আপোষনামা দিয়ে গেছে। তা সঠিক কিনা আমি জানি না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম