1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টানা তিনদিনের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে: ডা. তাহের জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করলে দায়দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল নতুন বাংলাদেশ’ গঠনে এনসিপির ইশতেহার তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে: তারেক রহমান ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের ‘মিথ্যার ওপর পিএইচডি করতে হলে হাসিনার কাছে শিখতে হবে’ বৃত্তি পরীক্ষা দিতে পারবে না কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা: গণশিক্ষা মন্ত্রণালয় ছাত্রদলের সমাবেশ, ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

টানা তিনদিনের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

বিশেষ প্রতিনিধি।রাজবাড়ী।।
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮০ বার

জাওয়াদ এর প্রভাবে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারনে টানা তিন দিনের বৃষ্টিতে রাজবাড়ীতে কৃষি জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ৫ টি উপজেলায়ই বিভিন্ন এলাকায় আমন মৌসুমের পাকা ধান ও শীত কালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
আজ সদরের রামকান্তপুরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় কৃষকদের ক্ষেতে কেটে রাখা পাকা ধান পানিতে ডুবে গেছে। তাছাড়া শীতকালীন পাতা কপি ও ফুলকপি ক্ষেতেও পানি জমে যাওয়ায় দূশ্চিত্নায় পড়েছেন কৃষকেরা। উড়াকান্দার কৃষক জানায় আমার দুই বিঘা জমির পিয়াজ নিয়ে চিন্তায় আছি।
সদরের রামকান্তপুরের কৃষক কলি শেখ জানান, গত পরশুদিন পাকা ধান কেটে জমিতে রেখেছিলেন শুকানোর জন্য। কিন্তু তারপর থেকেই বৃষ্টি হওয়ায় ক্ষেতের সব ধান পানিতে ডুবে গেছে। এতে ধান ঘরে তুলতে পারবেন কিনা এই নিয়ে দূশ্চিত্নায় আছেন তিনি। তিনি আরো জানান, এই ধান দুই একদিনের মধ্যে ঘরে তুলতে না পারলে এখানেই নষ্ট হয়ে যাবে।তিনি বলেন আমার ২ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে। সারা মাসের কষ্ট বৃথা যাচ্ছে।

একই এলাকার কৃষক দেনেশ নারায়ন জানান, তিনিও ৩ দিন আগে ধান কেটে আটি বাধার জন্য জমিতে রেখে দিয়েছিলেন কিন্তু টানা বৃষ্টিতে ৩ বিঘা জমির সব পাকা ধান এখন পানির নিচে। সব ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বলে জানান তিনি।
এছাড়াও শীতকালীন সবজি চাষী বক্কার শেখ জানান, তার ফুলকপি ক্ষেতে পানি আটকে আছে। এতে গাছগুলো নেতিয়ে পড়ছে। গাছগুলো মারা যাবে বলে শংকা তার মধ্যে।
এছাড়াও বালিয়াকান্দি উপজেলাসহ রাজবাড়ীর অনান্য জায়গায়ও কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দেশের পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলারগুলোর মধ্যে রাজবাড়ীতে তৃতীয় অবস্থানে পেঁয়াজের আবাদ হয়। এ বছর ৩২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। যার জন্য কয়েক হাজার হেক্টর জমিতে পেঁয়াজের বীজ (দানা) বপন করা হয়েছে। টানা বৃষ্টিতে পেঁয়াজ নিয়েও দূশ্চিত্নায় আছেন কৃষকেরা।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় এ বছর প্রায় ৬ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে। এরমধ্যে প্রায় ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চলমান রয়েছে। যেখানে ক্ষতির ব্যাপক শঙ্কা রয়েছে। এছাড়া জেলায় ৪ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ চলমান রয়েছে।

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপপরিচালক এসএম শহীদ নূর আকবর জানান, বৃষ্টির মধ্যে আমাদের উপ-সহকারী কৃষি অফিসারগণ বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ করেছেন। বৃষ্টির শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এইটা বুঝা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net